কলকাতা, 17 জুন : গোটা রাজ্যে কোভিড আবহেই যে যার মতো করে জামাই ষষ্ঠীতে (Jamai Shasthi 2021) মাতলেন ৷ কোথাও করোনার বিধিনিষেধ মেনেই চলল জামাই আদর ৷ আবার কোথায় ভার্চুয়ালি মেয়ে-জামাইয়ের মঙ্গলকামনা করলেন শ্বশুর-শাশুড়িরা ৷ উৎসবের জোয়ারে গা ভাসালেন সেলিব্রিটিরাও ৷ টলিপাড়ার বেশ কয়েকজন তারকা জুটির এ বারই বিয়ের পর প্রথম জামাই ষষ্ঠী ৷ স্বাভাবিকভাবেই এই দিনটি অন্যদের থেকে তাঁদের কাছে একটু বেশি স্পেশ্য়াল ৷ এই বিশেষ দিনে পঞ্চব্যঞ্জনে ভুরিভোজ সহযোগে তাঁরা আর সেলেব নন, শুধুই জামাই ৷
এ বছর ফেব্রুয়ারিতে ধুমধাম করে বিয়ে হয় জনপ্রিয় টিভি ধারাবাহিকের দুই মুখ্য চরিত্র শ্যামার অভিনেতা নীল ভট্টাচার্য (Neel Bhattacharya) ও খড়কুটোর অভিনেত্রী তৃণা সাহার (Trina Saha) ৷ আগের সপ্তাহে একপ্রস্থ জামাই আদর সেরে ফেলেছে তৃণার পরিবার ৷ তবে আসল দিনেও খাতির-যত্নে কিছু খামতি থাকল না ৷ তপসিয়ার একটি হোটেলে ফ্রায়েড রাইস, ভেটকির পাতুরি, ডাব চিংড়ি, মাটন, মিষ্টি দই, পান্তুয়া - সবই ছিল ৷ জামাই ষষ্ঠী পালনের সেই ছবি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে শেয়ার করেছেন তৃণা ৷
আরও পড়ুন:শাহরুখ দিয়েছিলেন 300 টাকা, কিন্তু কেন? কাহিনী শোনালেন প্রিয়ামণি
ফেব্রুয়ারিতেই বৈদিক মতে বিবাহবন্ধনে আবদ্ধ হন অভিনেতা ওম সাহানি (Om Sahani) ও মিমি দত্ত (Mimi Dutta)৷ অবাঙালি জামাইকে নিয়ে প্রথম জামাই ষষ্ঠীতে আয়োজন ছিল পুরোদমে ৷ সাবেকি ধাঁচের কাঁসার থালা-বাটিতে ভুরিভোজের ব্যবস্থা করা হয় ৷ পাজামা-পঞ্জাবি পরা নতুন জামাই ও শাড়ির সাবেকি সাজে মিমি - পাশাপাশি বসে নিষ্ঠা করে পালন করলেন জামাই ষষ্ঠী ৷
ওই একই মাসে চার হাত এক হয় জাতীয় পুরস্কারজয়ী গায়িকা ইমন চক্রবর্তী (Iman Chakraborty) ও নীলাঞ্জন ঘোষের ৷ তাঁদের প্রথম জামাই ষষ্ঠীতে ফল-মিষ্টি দিয়ে আশীর্বাদ করেছেন ইমনের বাবা-কাকিমা-জেঠিমারা ৷ তবে এই নবদম্পতি মাংস খুব একটা পছন্দ করেন না বলে, পাতে মাছের মেনুই বেশি ছিল ৷