পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

কবজি ডুবিয়ে ডাব চিংড়ি-মাটন, প্রথম জামাই ষষ্ঠী জমজমাট তারকা জুটিদের - গৌরব চট্টোপাধ্যায়

প্রথম বার জামাই ষষ্ঠী (Jamai Shasthi 2021) পালন করলেন টলিউডের বেশ কয়েকজন তারকা জুটি ৷ পাত পেড়ে কবজি ডুবিয়ে হল ভুরিভোজ ৷ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন সেই ছবি ৷

jamai-shasthi-2021-neel-bhattacharya-trina-saha-gourab-chatterjee-devlina-kumar-tollywood-newly-married-couples-first-shasthi
কবজি ডুবিয়ে ডাব চিংড়ি-মাটন, প্রথম জামাই ষষ্ঠী জমজমাট তারকা জুটিদের

By

Published : Jun 17, 2021, 6:21 PM IST

Updated : Jun 17, 2021, 8:28 PM IST

কলকাতা, 17 জুন : গোটা রাজ্যে কোভিড আবহেই যে যার মতো করে জামাই ষষ্ঠীতে (Jamai Shasthi 2021) মাতলেন ৷ কোথাও করোনার বিধিনিষেধ মেনেই চলল জামাই আদর ৷ আবার কোথায় ভার্চুয়ালি মেয়ে-জামাইয়ের মঙ্গলকামনা করলেন শ্বশুর-শাশুড়িরা ৷ উৎসবের জোয়ারে গা ভাসালেন সেলিব্রিটিরাও ৷ টলিপাড়ার বেশ কয়েকজন তারকা জুটির এ বারই বিয়ের পর প্রথম জামাই ষষ্ঠী ৷ স্বাভাবিকভাবেই এই দিনটি অন্যদের থেকে তাঁদের কাছে একটু বেশি স্পেশ্য়াল ৷ এই বিশেষ দিনে পঞ্চব্যঞ্জনে ভুরিভোজ সহযোগে তাঁরা আর সেলেব নন, শুধুই জামাই ৷

এ বছর ফেব্রুয়ারিতে ধুমধাম করে বিয়ে হয় জনপ্রিয় টিভি ধারাবাহিকের দুই মুখ্য চরিত্র শ্যামার অভিনেতা নীল ভট্টাচার্য (Neel Bhattacharya) ও খড়কুটোর অভিনেত্রী তৃণা সাহার (Trina Saha) ৷ আগের সপ্তাহে একপ্রস্থ জামাই আদর সেরে ফেলেছে তৃণার পরিবার ৷ তবে আসল দিনেও খাতির-যত্নে কিছু খামতি থাকল না ৷ তপসিয়ার একটি হোটেলে ফ্রায়েড রাইস, ভেটকির পাতুরি, ডাব চিংড়ি, মাটন, মিষ্টি দই, পান্তুয়া - সবই ছিল ৷ জামাই ষষ্ঠী পালনের সেই ছবি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে শেয়ার করেছেন তৃণা ৷

আরও পড়ুন:শাহরুখ দিয়েছিলেন 300 টাকা, কিন্তু কেন? কাহিনী শোনালেন প্রিয়ামণি

ফেব্রুয়ারিতেই বৈদিক মতে বিবাহবন্ধনে আবদ্ধ হন অভিনেতা ওম সাহানি (Om Sahani) ও মিমি দত্ত (Mimi Dutta)৷ অবাঙালি জামাইকে নিয়ে প্রথম জামাই ষষ্ঠীতে আয়োজন ছিল পুরোদমে ৷ সাবেকি ধাঁচের কাঁসার থালা-বাটিতে ভুরিভোজের ব্যবস্থা করা হয় ৷ পাজামা-পঞ্জাবি পরা নতুন জামাই ও শাড়ির সাবেকি সাজে মিমি - পাশাপাশি বসে নিষ্ঠা করে পালন করলেন জামাই ষষ্ঠী ৷

ওই একই মাসে চার হাত এক হয় জাতীয় পুরস্কারজয়ী গায়িকা ইমন চক্রবর্তী (Iman Chakraborty) ও নীলাঞ্জন ঘোষের ৷ তাঁদের প্রথম জামাই ষষ্ঠীতে ফল-মিষ্টি দিয়ে আশীর্বাদ করেছেন ইমনের বাবা-কাকিমা-জেঠিমারা ৷ তবে এই নবদম্পতি মাংস খুব একটা পছন্দ করেন না বলে, পাতে মাছের মেনুই বেশি ছিল ৷

আরও পড়ুন: নিখিলের সঙ্গে লিভ-ইন করেছি, বিয়ে হয়নি, বিচ্ছেদের প্রশ্নই ওঠে না : নুসরত

ইমন-নীলাঞ্জনের জামাই ষষ্ঠী

গত বছর ডিসেম্বরে বিরাট আয়োজনের মাধ্যমে সাত পাকে বাঁধা পড়েছিলেন মহানায়ক উত্তম কুমারের নাতি তথা করুণাময়ী রানি রাসমণি ধারাবাহিকের মথুর অভিনেতা গৌরব চট্টোপাধ্যায় (Gourab Chatterjee) ও অভিনেত্রী দেবলীনা কুমার (Devlina Kumar)৷ এটাই ছিল তাঁদের প্রথম জামাই ষষ্ঠী ৷ পাঁচটি ফল, পাঁচটি মিষ্টি আর হাতপাখার বাতাস দিয়ে নিয়ম নিষ্ঠা করে জামাইকে আশীর্বাদ করা হয় ৷

গত বছরই করোনা আবহে দীর্ঘদিনের প্রেমিক অভিমন্যু মুখোপাধ্য়ায়ের সঙ্গে আইনি বিয়ে সারেন অভিনেত্রী মানালি দে ৷ এ বার তাঁদেরও প্রথম জামাই ষষ্ঠী ৷ এই দিনে ফেসবুকে একটি ছবি পোস্ট করে মানালি লিখেছেন, "জামাই শ্বশুর generation 1 & generation 2 ৷ আজ আমাদের প্রথম জামাই ষষ্ঠী । মা যদি থাকত, তাহলে হয়ত দুপুর থেকে অনেক পদ রান্না করে সাজিয়ে খাওয়াত, কিন্তু মা না থাকলেও আজ শ্বশুর জামাইএর প্রিয় বিরিয়ানিটা খাওয়াতে তাকে ভোলেনি। জামাইষষ্ঠী যে শুধু শাশুড়ির হাতে আদর খাওয়ার দিন জামাইদের তা কিন্তু নয়,শ্বশুর জামাইয়েরও এক সুন্দর মুহূর্তের দিন।"

আরও পড়ুন:‘ইটস হ্যাট সিজন’, টুপি দিয়ে নয়া ফটোশ্যুট অভিনেত্রী শামার

তবে শুধু সদ্য বিবাহিতরাই নন, অন্যান্য তারকা জুটিরাও জামাই ষষ্ঠী পালন করলেন হইহই করে ৷ খাওয়া দাওয়া চলল কবজি ডুবিয়ে ৷ কোভিড আবহে একটু হলেও স্বাদবদল হল একঘেয়ে জীবনে ৷

Last Updated : Jun 17, 2021, 8:28 PM IST

ABOUT THE AUTHOR

...view details