মুম্বই, 9 মার্চ : বুধবার মুক্তি পেল বিদ্যা বালনের নতুন ছবি 'জলসা'র ট্রেলার ৷ ছবির ট্রেলার লঞ্চেই বিদ্য়া জানান, প্রথমে তিনি ছবিটিতে কাজ করতে চাননি কারণ তাঁর চরিত্রটিতে যেসব গ্রে শেডসগুলি আছে তা যথেষ্ট জটিল ছিল ৷ পরে করোনা মহামারি চলাকালীন তিনি নিজের মত পরিবর্তন করেন ৷ ছবিতে শেফালি শাহের সঙ্গে প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যাবে বিদ্যাকে ৷
ছবিটি পরিচালনা করেছেন সুরেশ ত্রিবেণী, যিনি 2017 সালের বিদ্যা অভিনীত 'তুমহারি সুলু' পরিচালনা করেছিলেন । সাংবাদিকদের উদ্দেশ্য়ে এদিন বিদ্যা বলেন, "চরিত্রে এতে ধূসর দিক ছিল যে যখন সুরেশ আমায় চিত্রনাট্যটি শোনান আমি বলি আমার খুব পছন্দ হয়েছে কিন্তু আমি এটা করতে পারব না ৷ আমার সাহস ছিল না ৷ কিন্তু তারপর এই মহামারি আমাদের সকলকে গভীরভাবে বদলে দিল যা হয়ত আমরা বুঝতেও পারছি না ৷" অভিনেত্রী জানান, এরপর সুরেশ নিজেও চিত্রনাট্যে কিছু কিছু পরিবর্তন করেন এবং তা আবার শোনান ৷ অবশেষে রাজি হন বিদ্যা (Vidya Balan on Film Jalsa) ৷