নয়াদিল্লি, 18 অক্টোবর:আজও এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটে (Enforcement Directorate) হাজিরা দিলেন না বলিউডের অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ (Jacqueline Fernandez)৷ সুকেশ চন্দ্রশেখরের (Sukesh Chandrashekar) বিরুদ্ধে 200 কোটি টাকার আর্থিক অনিয়মের মামলার (Money-laundering Case) তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য জ্যাকলিনকে বারবার সমন পাঠিয়েছে ইডি (ED) ৷ তবে আজকে নিয়ে চতুর্থবার ইডি দফতরে হাজিরা দেওয়া এড়িয়ে গেলেন অভিনেত্রী ৷ গত চার দিনে শুক্রবার, শনিবার ও আজ অর্থাৎ সোমবার ইডি-র দেওয়া তারিখ এড়িয়ে গেলেন তিনি ৷
সূত্রের মারফৎ জানা গিয়েছে যে, নিজের পেশাগত কাজে ব্যস্ত থাকার কারণ দেখিয়ে হাজিরা এড়িয়েছেন বলিউডের এই ডিভা ৷ গত অগস্ট মাসে ইডি-র দফতরে হাজিরা দিয়েছিলেন 36 বছরের জ্যাকলিন ৷ এই মামলায় নিজের বয়ান রেকর্ডও করান তিনি ৷ তারপর থেকে 25 সেপ্টেম্বর, 15 ও 16 অক্টোবর ও আজকের সমন এড়িয়ে গেলেন জ্যাকলিন ৷ খুব শিগগিরই আবারও ইডি তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য নয়া তারিখ দেবে বলে জানা গিয়েছে ৷ এক আধিকারিক জানিয়েছেন, এই মামলায় মূল অভিযুক্ত চন্দ্রশেখর ও তাঁর অভিনেত্রী স্ত্রী লীনা মারিয়া পালের মুখোমুখি বসিয়ে জ্যাকলিনকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে ৷ সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে জ্যাকলিনের আর্থিক লেনদেনে নজর পড়েছে ইডি-র ৷
তাঁর জিজ্ঞাসাবাদ পিছিয়ে দিয়ে যাতে পরের মাসের প্রথম সপ্তাহে করা হয়, শুক্রবার আধিকারিকদের কাছে এই আর্জিই জানিয়েছিলেন জ্যাকলিন ৷ তবে ইডি সময় নষ্ট না-করে অবিলম্বে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চাওয়ায় পরপর তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তারিখ দিয়েছে ৷
আরও পড়ুন:Katrina Kaif-Vicky Kaushal: ক্যাটরিনার সঙ্গে বাগদান ! ভিকি বললেন, ‘শীঘ্রই খবর পাবেন’