পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

'জানবাজ'-এর টিজ়ারে পাওয়া গেল এক অন্য বনিকে - টলিউড

বনি সেনগুপ্ত ও কৌশানি মুখার্জির পরবর্তী ছবি 'জানবাজ'। মুক্তি পেল ছবি টিজ়ার।

জানবাজ

By

Published : Jun 13, 2019, 3:13 PM IST

কলকাতা : সেই নরমসরম মিষ্টি ছেলেটা যেন হঠাৎই মাচো ম্যান হয়ে উঠেছে। কথা হচ্ছে বনি সেনগুপ্তকে নিয়ে। আসন্ন ছবি 'জানবাজ'-এ তাঁকে একেবারে অন্যরূপে পাওয়া গেল।

ছবিটি পরিচালনা করেছেন অনুপ সেনগুপ্ত। সম্পর্কে তিনি বনির বাবা। বাবা-ছেলের যুগলবন্দীতে 'জানবাজ' জমবে ভালো। বনিও এই ব্যাপারটা নিয়ে উচ্ছ্বসিত। শেয়ার করলেন টুইটারে।

দেখে নিন টিজ়ার...

ABOUT THE AUTHOR

...view details