পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

প্রিন্স হ্যারি আর মেগান মার্কলের কোলে এল পুত্রসন্তান - প্রিন্স হ্যারি

বিয়ের এক বছরের মাথায় এক পুত্রসন্তানের জন্ম দিলেন মেগান মার্কল ও প্রিন্স হ্যারি।

প্রিন্স হ্যারি আর মেগান মার্কল

By

Published : May 6, 2019, 8:39 PM IST

লন্ডন : প্রিন্স হ্যারি আর মেগান মার্কল, ডিউক ও ডাচেস অফ সাসেক্স, তাঁদের পুত্রসন্তানকে পৃথিবীতে আমন্ত্রণ জানালেন সমারোহে। আজ সকালে এক পুত্রের জন্ম দিলেন মার্কল।

ডিউক ও ডাচেস অফ সাসেক্সের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে জানানো হয়েছে খবরটি। তাঁরা লিখেছেন, "আমরা খুবই আনন্দিত এই খবরটা দিতে পেরে যে রয়াল হাইনেস ডিউক ও ডাচেস অফ সাসেক্স ৬ মে সকালে তাঁদের প্রথম সন্তানকে স্বাগত জানিয়েছেন।" বাচ্চাটির ওজন ৩ কেজির কিছু উপরে।

সেই অ্যাকাউন্ট থেকে আরও জানানো হয়েছে যে, "ডাচেস আর তাঁর সন্তান দু'জনেই সুস্থ আছেন। দম্পতি জনগণকে ধন্য়বাদ জানাতে চায়। কারণ তাঁরা এই বিশেষ সময়ে দম্পতির পাশে ছিলেন, সমর্থন করেছিলেন। আরও ডিটেলস জানানো হবে আগামী দিনে।"

ABOUT THE AUTHOR

...view details