কলকাতা, 4 জুন :অন্তঃসত্ত্বা অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ নুসরত জাহান (Nusrat Jahan)! বিনোদুনিয়ায় দিনভর ঘুরে বেড়িয়েছে এই গুঞ্জন ৷ টলিপাড়ায় জোর খবর, নুসরত ও তাঁর চর্চিত বয়ফ্রেন্ড অভিনেতা যশ দাশগুপ্তের জীবনে খুব শিগগিরই নতুন অতিথি আসছে ৷ এই খবরের সত্যতা অবশ্য এখনও স্বীকার করেননি স্বয়ং অভিনেত্রী ৷ তবে তাঁর স্বামী নিখিল জৈন স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, এই খবর সত্যি হলে নুসরতের গর্ভের সন্তানের বাবা তিনি নন ৷
রূপকথার বিয়ে হয়েছিল নিখিল জৈন ও নুসরত জাহানের ৷ তবে তা বেশিদিন স্থায়ী হয়নি ৷ বিবাহবিচ্ছেদ না-হলেও বেশ কিছুদিন ধরেই স্বামীর সঙ্গে থাকেন না অভিনেত্রী ৷ এরই মাঝে হাওয়ায় ভাসতে শুরু করে অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে তাঁর সম্পর্ক তৈরি হওয়ার খবর ৷ এসওএস কলকাতা ছবির শ্যুটিং-এর সময়ে নুসরত যশের প্রেমে পড়েন বলে গুঞ্জন শোনা যায় ৷ দিনকয়েক পর থেকে তাঁরা একসঙ্গে থাকতেও শুরু করেন ৷ এরপর রাজস্থানে তাঁরা একসঙ্গে বেড়াতে যাওয়ায় নয়া সম্পর্কের সমীকরণ নিয়ে একপ্রকার নিশ্চিত হয়ে যান ভক্তরা ৷ নেটমাধ্যমে ছড়িয়ে পড়ে নুসরত ও যশের একসঙ্গে সময় কাটানোর ছবি ৷ নুসরতের ছবির প্রিমিয়ারেও দেখা যায় যশকে ৷