বেঙ্গালুরু, 12 ফেব্রুয়ারি:ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিলামে (IPL auction) এবারেও নেই বলিউডের সুপারস্টার শাহরুখ খান (Shah Rukh Khan misses IPL auction) ৷ শুক্রবার প্রি-অকশন টিম ব্রিফিং-এ ছিলেন তাঁর পুত্র আরিয়ান খান (Aryan khan at IPL auction) ৷ গত বছরের নিলামেও ছিলেন শাহরুখ-তনয় ৷ তবে এবারের নিলামে প্রথমবার দেখা গেল অভিনেতার কন্যা সুহানা খানকে (Suhana Khan at IPL auction)৷
প্রাক-নিলাম ইভেন্টের কিছু ছবি নিজেদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে শেয়ার করেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (Ayan Suhana at IPL auction) ৷ সেগুলিরই একটি ছবিতে দেখা যাচ্ছে নিলামে পাশে বসে থাকা এক ব্যক্তির সঙ্গে কথা বলছেন আরিয়ান খান ৷ আর তাঁর পাশে বসে রয়েছেন সুহানা খান ৷ এই নিয়ে দ্বিতীয়বার আইপিএল নিলামে অংশ নিলেন শাহরুখ-পুত্র ৷ তবে সুহানার নিলামে অংশগ্রহণ এই প্রথম ৷
আরও পড়ুন:NCB on Aryan Khan's bail: ফের অস্বস্তিতে অরিয়ান ! জামিনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যেতে পারে এনসিবি