পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Exclusive : আলাপচারিতায় ইন্ডাস্ট্রির কনিষ্ঠতম প্রযোজক অরিত্র দাস - Ramkamal Mukherjee

ইন্ডাস্ট্রির সকলে ইতিমধ্যেই স্বীকার করে নিয়েছেন যে তিনি কনিষ্ঠতম প্রযোজক। তাঁর প্রযোজনা সংস্থার নাম অ্যাসর্টেড মোশন পিকচার্স। তিনি আর কেউ নন, তিনি অরিত্র দাস।

অরিত্র দাস

By

Published : Jun 5, 2019, 8:03 PM IST

কলকাতা : 'কেকওয়াক', 'সিজ়নস গ্রিটিংস', 'রিক্সাওয়ালা'-র মতো ছবির প্রযোজনা করেছেন অরিত্র। কাজ করে ফেলেছেন হেমা মালিনি, এশা দেওলের মতো বলিউডি তারকাদের সঙ্গে। আরও অনেকের সঙ্গে কাজ করার স্বপ্ন রয়েছে তাঁর।

ETV ভারতের সঙ্গে একান্ত আলাপচারিতায় অরিত্র শেয়ার করলেন তাঁর প্রযোজক হওয়ার জার্নির কথা। কর্পোরেট কোম্পানিতে চাকরি করলেও বরাবরা ইচ্ছে ছিল ব্যবসা করার। আর হঠাৎ করেই আলাপ রামকমল মুখার্জির সঙ্গে। তাঁর পরিচালিত ছবিগুলোই এতদিন প্রযোজনা করে এসেছেন তিনি।

সবকিছু নিয়েই কথা বললেন অরিত্র। জানতে দেখুন ভিডিয়ো..

শুনুন অরিত্রর বক্তব্য

ABOUT THE AUTHOR

...view details