কলকাতা : 'শেষের গল্প' । কবিতার না বলা অংশের কথা বলবে ছবিটি । অমিত ও লাবণ্যকে কেন্দ্র করে ছবির গল্প । 25 বছর আগে একে অপরের থেকে দূরে সরে গিয়েছিল তারা । তারপর কী হল ? তাদের কি আবার দেখা হয়েছিল ? কী হতে পারত যদি আবার তাদের দেখা হত ? এই নিয়েই তৈরি পরিচালক জিৎ চক্রবর্তীর 'শেষের গল্প' ।
ছবির বিষয় যখন এতটাই গুরুত্বপূর্ণ, তখন সেখানে গান ও অভিনয় যে একটা আলাদা মাত্রা রাখবে তা বলাই যায় । ছবিতে প্রধান চরিত্রে দেখা যাবে সৌমিত্র চট্টোপাধ্যায়, মমতা শংকর, দুর্গা সাঁতরা, পল্লবী চট্টোপাধ্যায়, অর্ণ মুখোপাধ্যায়, খরাজ মুখার্জি সহ আরও অনেককে ।