পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

'শেষের গল্প' নিয়ে মুখোমুখি আড্ডায় জয় সরকার ও দুর্গা সাঁতরা - interview

আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, তারপরেই মুক্তি পেতে চলেছে নবাগত পরিচালক জিত চক্রবর্তী পরিচালিত প্রথম ছবি শেষের গল্প। তার আগে ছবির গান, গল্প নিয়ে আড্ডা দিলেন সংগীত পরিচালক জয় সরকার ও অভিনেত্রী দুর্গা সাঁতরা ।

জয় সরকার ও দুর্গা সাঁতরা

By

Published : Jul 15, 2019, 9:40 AM IST

Updated : Jul 15, 2019, 9:48 AM IST

কলকাতা : 'শেষের গল্প' । কবিতার না বলা অংশের কথা বলবে ছবিটি । অমিত ও লাবণ্যকে কেন্দ্র করে ছবির গল্প । 25 বছর আগে একে অপরের থেকে দূরে সরে গিয়েছিল তারা । তারপর কী হল ? তাদের কি আবার দেখা হয়েছিল ? কী হতে পারত যদি আবার তাদের দেখা হত ? এই নিয়েই তৈরি পরিচালক জিৎ চক্রবর্তীর 'শেষের গল্প' ।

ছবির বিষয় যখন এতটাই গুরুত্বপূর্ণ, তখন সেখানে গান ও অভিনয় যে একটা আলাদা মাত্রা রাখবে তা বলাই যায় । ছবিতে প্রধান চরিত্রে দেখা যাবে সৌমিত্র চট্টোপাধ্যায়, মমতা শংকর, দুর্গা সাঁতরা, পল্লবী চট্টোপাধ্যায়, অর্ণ মুখোপাধ্যায়, খরাজ মুখার্জি সহ আরও অনেককে ।

ছবিতে গান গেয়েছেন নচিকেতা, কৌশিকী চক্রবর্তী, রূপঙ্কর, লোপামুদ্রা ও সোমলতা । সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন জয় সরকার । ছবি মুক্তির আগে ছবির গান ও অভিনয় নিয়ে ETV ভারত সিতারার সঙ্গে কথা বললেন সংগীত পরিচালক জয় সরকার ও অভিনেত্রী দুর্গা সাঁতরা ।

ছবি নিয়ে কী কী বললেন তাঁরা ? দেখে নিন ভিডিয়োয়...

দেখুন ভিডিয়ো
Last Updated : Jul 15, 2019, 9:48 AM IST

ABOUT THE AUTHOR

...view details