সেই থেকেই মহালয়াকে কেন্দ্র করে তৈরি হয় এক বিতর্ক। যার ফলস্বরূপ পরবর্তী বছর থেকে আবার বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র ও পঙ্কজ মল্লিকের জুটিকে অল ইন্ডিয়া রেডিয়ো কর্তৃপক্ষ ফিরিয়ে আনতে বাধ্য হন। আর সেই না মেটা বিতর্ককে নিয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তাঁর প্রযোজনা সংস্থার মাধ্যমে নিয়ে আসছেন নতুন ছবি 'মহালয়া'। যে ছবির প্রধান চরিত্রে দেখা যাবে যিশু সেনগুপ্ত ও শুভাশিস মুখোপাধ্যায়কে। ১ মার্চ ছবিটি মুক্তি পেতে চলেছে। দক্ষিন কলকাতার এক স্বর্ণ প্রস্তুতকারক সংস্থার পক্ষ থেকে উন্মোচন করা হল শক্তিরূপিণী স্বর্ণ সম্ভার। যার উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেতা-প্রযোজক প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও সংস্থার কর্ণধার রূপক সাহা।
'মহালয়া' ছবিটা না করতে পারলে, জীবনে অনেক কিছু মিস করতাম: প্রসেনজিৎ চট্টোপাধ্যায় - bengali movie
মহালয়া কথাটার সঙ্গে জড়িয়ে রয়েছে আপামর বাঙালীর চিরকালীন আবেগ। কারণ, মহালয়ার আগমন মানেই বাঙালির প্রাণের উৎসব দুর্গাপূজার শুরু হওয়ার প্রাকমুহূর্ত। তবে মহালয়া আরেকটি কারণের জন্য বাঙালির কাছে খুবই প্রিয়। সেটা হল মহালয়ার দিন সকালবেলা রেডিয়োতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কন্ঠে চন্ডিপাঠ। কিন্তু, হঠাৎ করে অল ইন্ডিয়া রেডিয়ো কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় যে, বাণীকুমারের রচনায় মহিষাসুরমর্দিনীতে এতকাল যে পঙ্কজ মল্লিকের সুর ও বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কন্ঠে চন্ডীপাঠ শ্রোতারা শুনছিলেন তার জায়গায় মহানায়ক উত্তম কুমারকে দিয়ে চন্ডীপাঠ করানো হবে। আর সুরকার হিসেবে হেমন্ত মুখোপাধ্যায়কে নিয়ে আসা হয় পঙ্কজ মল্লিকের জায়গায় ১৯৭৬ সালে। যেহেতু মহানায়ক উত্তম কুমার বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের জায়গায় চন্ডী পাঠ করবেন তাই দর্শকদের মধ্যে তুমুল আগ্রহ ও উদ্দীপনা ছিল। কিন্তু, উত্তম কুমারের এই চন্ডীপাঠ শ্রোতাদের খুশি করতে পারেনি। কারণ, কেউই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র ও পঙ্কজ মল্লিকের জায়গায় উত্তম কুমার ও হেমন্ত মুখোপাধ্যায়ের জুটিকে মেনে নিতে পারেননি।
mahalaya
'মহালয়া' প্রসঙ্গে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেন, "নস্টালজিয়া শুধু নয়, এর সঙ্গে আবেগ জড়িয়ে রয়েছে। এই স্ক্রিপ্টটা নিয়ে অনেকদিন আগেই ছবি করার ঠিক ছিল। কিন্তু কোনও ভাবে যেন হয়ে উঠছিল না। আমার এই ছবির স্ক্রিপ্টটা শুনে মনে হয়েছিল এই ধরনের ছবি পড়ে থাকার কোনও মানেই হয়না। কারণ, আমরা যদি বাঙালীদের সামনে এই ধরনের গল্পকে তুলে না ধরতে পারি তাহলে, আমরা বোধহয় কিছু একটা মিস করব।"