কলকাতা : জোছন দস্তিদারের 'তেরো পার্বণ' ধারাবাহিকটির কথা মনে আছে? জনপ্রিয় সেই ধারাবাহিকে ইন্দ্রানী হালদারের ভাইয়ের চরিত্রে অভিনয় করেছিলেন তাঁর রিয়েল লাইফ ভাই...ইন্দ্রনীল হালদার। গতকাল আমাদের ছেড়ে তিনি পরলোকে যাত্রা করলেন।
ইন্দ্রানী আমাদের জানান, "দীর্ঘদিন ধরে অসুস্থ ছিল। হাসপাতালে ভরতি ছিল লক্ষ্মীপুজোর দু'দিন পর থেকেই। অনেক চেষ্টা করেছিলাম বাঁচাতে, কিন্তু পারলাম না। এর আগে অনেকবার হাসপাতাল থেকে ফিরিয়ে এনেছি। কিন্তু এবার পারলাম না। একটা মাত্র ভাই, চলে গেল।"