পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

প্রয়াত ইন্দ্রানী হালদারের ভাই ইন্দ্রনীল - ইন্দ্রানী হালদারের ভাই

ইন্দ্রানী হালদারের ভাই ইন্দ্রনীল হালদার প্রয়াত। মাত্র 45 বছর পরে মারা গেলেন তিনি। অভিনেত্রী নিজেই ETV ভারত সিতারাকে জানালেন সেই কথা।

Indranil halder death

By

Published : Nov 11, 2019, 12:30 PM IST

কলকাতা : জোছন দস্তিদারের 'তেরো পার্বণ' ধারাবাহিকটির কথা মনে আছে? জনপ্রিয় সেই ধারাবাহিকে ইন্দ্রানী হালদারের ভাইয়ের চরিত্রে অভিনয় করেছিলেন তাঁর রিয়েল লাইফ ভাই...ইন্দ্রনীল হালদার। গতকাল আমাদের ছেড়ে তিনি পরলোকে যাত্রা করলেন।

ইন্দ্রানী আমাদের জানান, "দীর্ঘদিন ধরে অসুস্থ ছিল। হাসপাতালে ভরতি ছিল লক্ষ্মীপুজোর দু'দিন পর থেকেই। অনেক চেষ্টা করেছিলাম বাঁচাতে, কিন্তু পারলাম না। এর আগে অনেকবার হাসপাতাল থেকে ফিরিয়ে এনেছি। কিন্তু এবার পারলাম না। একটা মাত্র ভাই, চলে গেল।"

ইন্দ্রনীল...

অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীও তাঁর সোশাল মিডিয়া অ্যাকাউন্টে জানিয়েছেন সেই খবর। লিখেছেন, "বুড়ো দা ...... কথা শুনলে না তুমি... কারোর কথাই শুনলে না.. ভাবলেও না কারোর কথা.. কিচ্ছু বলার নেই আর | তোমরা ঠিক থেকো মামণি দি Indrani Halder | আর কি বলবো?এবার শান্তি পাও Indranil Halder. Rest in peace !!!!!!!!!!!"

কেওড়াতলা মহাশ্মশানে গতকাল রাতেই ইন্দ্রনীল হালদারের শেষকৃত্য হয়েছে।

ABOUT THE AUTHOR

...view details