পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

আমার কাছে এখন আর কেউ গান চায় না : ইন্দ্রদীপ

'কেদারা' ছবিটি হলের পর OTT প্ল্যাটফর্মেও রিলিজ় করে । খুব ভালো প্রতিক্রিয়া আসে OTT থেকে । এবিষয়ে সোজাসাপ্টা জবাব দেন ইন্দ্রদীপ ৷ বলেন, "ছবিটি সিনেমা হলে মুক্তির সময়টা আমাদের ভুল হয়ে গিয়েছিল। ছবিটার পাব্লিসিটিও ঠিকমতো হয়নি । যদিও জাতীয় পুরস্কার পাওয়ার পর 'কেদারা' খুব চর্চিত হয়েছে। যেখানেই প্রশংসিত হোক আমরা এই ধরনের ছবি করার আরও সাহস পাব।"

sdf
sdf

By

Published : Jul 2, 2020, 10:23 PM IST

Updated : Jul 3, 2020, 4:58 AM IST

কলকাতা : লকডাউনের কয়েক মাস আগে শেষ হয়েছিল ইন্দ্রদীপ দাশগুপ্তর ছবি 'আগন্তুক'। তারপর 'বিসমিল্লাহ'-র কাজও শেষ করেন তিনি । এখন তাঁকে খুব একটা সংগীত পরিচালনার কাজে দেখা যায় না । মন দিয়েছেন ছবি পরিচালনাতেই । এদিকে তাঁর প্রথম ছবি 'কেদারা' জাতীয় পুরস্কার পাওয়ার পর মুক্তি পায় সিনেমা হলে । কিন্তু হলের চেয়েও সেই ছবি বেশি চলে OTT প্ল্যাটফর্মে।

কোন মাধ্যমে মুক্তি পাবে ইন্দ্রদীপের পরবর্তী দুটি ছবি, তাই নিয়ে এখনও সেভাবে ভাবনাচিন্তা করছেন না তিনি । 'আগন্তুক' ছবিতে ইন্দ্রদীপের প্রযোজক বন্ধু তাঁর জন্য দেড় কোটি টাকা 10 বছর ফেলে রাখতে পারে । কারণ, সিনেমা তৈরি তাঁর ব্যবসা নয় । বিষয়টি তাঁর ভালো লেগেছিল বলে তিনি ছবিটি তৈরি করেছিলেন । লকডাউনের কারণে সম্পূর্ণ শেষ হয়নি ছবির কাজ । ধীরে ধীরে শেষ করছেন । এখন এডিটিংয়ের কাজ চলছে জোরকদমে ।

'কেদারা' ছবিটি হলের পর OTT প্ল্যাটফর্মেও রিলিজ় করে । খুব ভালো প্রতিক্রিয়া আসে OTT থেকে । এবিষয়ে সোজাসাপ্টা জবাব দেন ইন্দ্রদীপ ৷ বলেন, "ছবিটি সিনেমা হলে মুক্তির সময়টা আমাদের ভুল হয়ে গিয়েছিল। ছবিটার পাব্লিসিটিও ঠিকমতো হয়নি । যদিও জাতীয় পুরস্কার পাওয়ার পর 'কেদারা' খুব চর্চিত হয়েছে। যেখানেই প্রশংসিত হোক আমরা এই ধরনের ছবি করার আরও সাহস পাব।"

এই লকডাউনে অনেকগুলি গল্প ভেবেছেন ইন্দ্রদীপ । সেগুলিকে তিনি সিনেমার রূপ দিতে চাইছেন বলে জানান । বলেন, "একবার যখন রক্তের স্বাদ পেয়েছি তখন আর ছাড়ি ! সিনেমা হল আল্টিমেট রক্ত । স্বাদ পেয়েছি তো । গানের ক্ষেত্রে অনেকদিন ধরে ট্যাক্সি হয়ে গেছি। মিটার ডাউন না করলে আমার গাড়ি চলে না..."

সত্যিই অনেকদিন হল ইন্দ্রদীপকে সংগীত পরিচালনায় কিংবা সংগীত নিয়ে ভাবতে দেখা যাচ্ছে না । গান নিয়ে কথা উঠতেই মজার ছলে বলে ওঠেন, "আমি একটা নতুন মেশিনগান কিনেছি । সেটা চাইনিজ় কম্পানির । কিন্তু ভয়ে বের করতে পারছি না । আমার কাছে এখন আর কেউ গান চায় না । চায় না কারণ আমি ভীষণ দামি ।" তবে, গানের বিষয়টি নিয়ে কারও উপর রাগ কিংবা উষ্মা পুষে রাখেনি । কয়েকদিন গান বানালেন না, তাতেও কোনও কষ্ট নেই তাঁর । বরং এখন গান শুনছেন মন দিয়ে ।

এই লকডাউনে গল্প ভাবা ছাড়া গান শোনা ও ছবির পোস্ট প্রোডাকশনের বাইরেও আরও একটি কাজ করেছেন ইন্দ্রদীপ। 16 কেজি ওজন কমিয়েছেন । এক ডায়েটিশিয়ন বন্ধু ও ডাক্তারের পরামর্শে শুধু ইন্টারমিটেন্ট ফাস্টিং করে ওজন কমিয়েছেন ইন্দ্রদীপ । খাচ্ছেন না কার্বোহাইড্রেট ও চিনিজাতীয় খাবার । তার ফলে হাই প্রেশার কমিয়ে ফেলেছেন । আরও 25 কেজি কমানোই এখন লক্ষ্য তাঁর ।

এই বছর 'আগন্তুক' ও পরের বছর 'বিসমিল্লাহ' রিলিজ় করার ইচ্ছে আছে ইন্দ্রদীপের । আর সম্প্রতি আরও একটি ছবির শুটিং শুরু করতে চাইছেন ।

Last Updated : Jul 3, 2020, 4:58 AM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details