পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Remembering Lata Mangeshkar: লতা মঙ্গেশকরের স্মরণে বিশেষ কভার প্রকাশ করল ভারতীয় ডাক বিভাগ - indian post releases a special cover to pay homage to lata mangeshkar

লতা মঙ্গেশকরের স্মৃতিতে একটি বিশেষ প্রচ্ছদ প্রকাশ করল 'ইন্ডিয়া পোস্ট' (Special Cover in memory of Lata Mangeshkar)। উপস্থিত ছিলেন চিফ পোস্ট মাস্টার জেনারেল জে. চারুকেশী, পোস্ট মাস্টার জেনারেল নীরজ কুমার, সংস্থার দুই কর্ণধার অর্পিতা সাহা, রূপক সাহা, বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ, সঙ্গীত শিল্পী অন্তরা চৌধুরী, লতা গবেষক স্নেহাশিস চট্টোপাধ্যায় প্রমুখ।

A special cover in memory of Lata Mangeshkar was released by the Indian Postal Department
লতা মঙ্গেশকরের স্মরণে বিশেষ কভার প্রকাশ করল ভারতীয় ডাক বিভাগ, হাজির গৌতম ঘোষ এবং অন্তরা চৌধুরী

By

Published : Feb 23, 2022, 7:21 PM IST

কলকাতা, 23 ফেব্রুয়ারি :কিন্নরকণ্ঠী লতা মঙ্গেশকারের মৃত্যুর খবরে কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিল সারা দেশ তথা উপমহাদেশ । চির অমর হয়ে থাকবে তাঁর সমস্ত গান। হৃদয় জুড়ে থাকা লতা মঙ্গেশকরের কণ্ঠ আরও কয়েক প্রজন্মকে সমৃদ্ধ করবে, বলাই বাহুল্য । ভারতরত্ন, কিংবদন্তি লতা মঙ্গেশকরকে শ্রদ্ধা জানাতে এক অনন্য প্রয়াস নিয়েছে এক স্বনামধন্য গয়না প্রস্তুতকারী সংস্থা । প্রয়াসের নাম 'সর্বোত্তম-কাল, আজ ও পরশু' । এই শিরোনামেই কলকাতার জিপিওর রটন্ডায়ে অনুষ্ঠিত হল একটি মনোজ্ঞ অনুষ্ঠান ।

সুরসম্রাজ্ঞীর স্মৃতিতে এদিন একটি বিশেষ প্রচ্ছদ প্রকাশ করে 'ইন্ডিয়া পোস্ট' (Special Cover in memory of Lata Mangeshkar)। যাঁর সহায়ক ছিল এই সংস্থাও ৷ উপস্থিত ছিলেন চিফ পোস্ট মাস্টার জেনারেল জে. চারুকেশী, পোস্ট মাস্টার জেনারেল নীরজ কুমার, সংস্থার দুই কর্ণধার অর্পিতা সাহা, রূপক সাহা, বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ, সঙ্গীত শিল্পী অন্তরা চৌধুরী, লতা গবেষক স্নেহাশিস চট্টোপাধ্যায় প্রমুখ।

এই উদ্যোগে খুশি হয়ে জে চারুকেশী বলেন, "লতা মঙ্গেশকরের মত একজন কিংবদন্তির ওপরে এমন একটি কভার প্রকাশ করতে পারা আমার কাছে ভীষণ আনন্দের। " অন্যদিকে, শ্যাম সুন্দর কোং জুয়েলার্স-এর এই উদ্যোগকে স্বাগত জানান নীরাজ কুমারও । পরিচালক গৌতম ঘোষের কথায়, "এর আগেও এই প্রতিষ্ঠানের অন্যান্য উদ্যোগে শামিল হয়েছি। তবে, লতা মঙ্গেশকরের ওপরে এই বিশেষ প্রচ্ছদ সত্যিই অনবদ্য ব্যাপার ।"

আরও পড়ুন :পরপর তিনটি নক্ষত্রপতন, লতাজি,সন্ধ্যদি এবং বাপ্পিদাকে নিয়ে স্মৃতি মেদুর বাবুল

উপস্থিত ছিলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী অন্তরা চৌধুরীও আবেগঘন সুরে তিনি বলেন, "বাবার (সলীল চৌধুরী) সুর করা অসংখ্য গানে গলা দিয়েছেন লতাজী । ওঁর সঙ্গে আমার অসংখ্য স্মৃতি এখনও উজ্জ্বল । এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয় ।" গয়না প্রস্তুতকারী প্রতিষ্ঠানের অধিকর্ত্রী অর্পিতা সাহা জানান, "আমাদের সংস্থা গুণের কদর করে । বিভিন্ন সময় নানা রকম উদ্যোগ নিয়ে আমরা তা আনন্দের সঙ্গে উদযাপন করি ।" সংস্থার আরেক অধিকর্তা রূপক সাহার কথায়, "পণ্ডিত বিরজু মহারাজ, ড. এল সুব্রহ্মণ্যম ও উস্তাদ আমজাদ আলি খানের মতো কিংবদন্তিদের আমরা সর্বোত্তম সম্মানে ভূষিত করেছি । আজ লতা মঙ্গেশকরের মতো এক অধ্যায়ের ওপর বিশেষ প্রচ্ছদ প্রকাশ করতে পেরে আমরা ধন্য । সত্যি তিনি সর্বোত্তম-কাল, আজ ও আগামিতেও ।"

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details