পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Independence day 2019 : ভারতীয় স্বাধীনতা সংগ্রামের প্রেক্ষাপটে তৈরি ছবি... - Bengali Movie

ভারতীয় স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে নজর দিলে দেখা যায়, প্রায় প্রতিটি স্বদেশি ক্রিয়াকলাপের সঙ্গে ওতোপ্রতভাবে জড়িয়ে বাংলা । আজ 15 অগাস্ট ভারতের 73 তম স্বাধীনতা দিবসে কয়েকটি স্মরণীয় বাংলা ছবির তালিকা দেওয়া হল, যা আমাদের অতীতে ফিরিয়ে নিয়ে যায় । পুনর্জন্ম দেয় আমাদের দেশভক্তিকেও ।

ভারতীয় স্বাধীনতা সংগ্রামের প্রেক্ষাপটে তৈরি ছবিগুলো

By

Published : Aug 15, 2019, 6:20 AM IST

Updated : Aug 15, 2019, 8:08 AM IST

আজ স্বাধীনতা দিবস । 73 বছর আগে আজকের দিনেই ব্রিটিশরুল থেকে মুক্ত হয়েছিল ভারত। মুক্তি আন্দোলনে অন্যতম মুখ্য ভূমিকায় ছিলেন বাঙালি বিপ্লবীরা। বাংলার বিপ্লবীদের সংগ্রাম, ত্যাগ ও তাঁদের পরিবার নিয়ে তৈরি হয়েছে বহু ছবি । এই দেশপ্রেম ও দেশভক্তির ছবিগুলোই অন্যতম পথ তাঁদের সেই আত্মবলিদান অনুভব করার। আজকের দিনে ফিরে দেখা সেই সব 'ছবির মুক্তিযুদ্ধ', ছবিতেই।

  • চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠন (1949) :
    চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠন- ছবির দৃশ্য

ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করতে গেলে দরকার আগ্নেয়াস্ত্র। তাই মাস্টারদা সূর্য সেন, ছক কষলেন চট্টগ্রাম অস্ত্রাগার লুঠের। যেমন ভাবা তেমন কাজ। তাঁর সেই দুঃসাহসিকতার কাহিনী উঠে এল
'চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠন'এ। তাঁর ছাত্ররা পরবর্তীকালে সাম্রাজ্যবাদী ব্রিটিশ শাসকদের বিরুদ্ধে সশস্ত্র বিপ্লব শুরু করে । ছবিতে মাস্টারদা ও তাঁর সঙ্গী সাহসী তরুণ বিপ্লবীদের আত্মকথাই উঠে এসেছে ছবিতে। নির্মল চৌধুরির পরিচালনায় ছবিতে অভিনয় করেছেন দীপ্তি রায়, বনানি চৌধুরি, স্মৃতি বিশ্বাস, অপর্ণাদেবী, দীপক মুখোপাধ্যায়, গৌতম মুখোপাধ্যায় সহ আরও অনেকে ।

  • আনন্দমঠ (1951) :
    আনন্দমঠ- ছবির দৃশ্য...

অষ্টাদশ শতাব্দীর 'সন্নাসী বিদ্রোহ' মানুষের কাছে ততটা পরিচিত নয় । এই বিদ্রোহকে কেন্দ্র করেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লিখেছিলেন 'আনন্দমঠ' উপন্যাসটি । জাতীয় আন্দোলনকে উজ্জীবিতকারী অন্যতম উল্লেখযোগ্য দেশপ্রেমী উপন্যাস হিসেবে বিবেচিত । 'বন্দে মাতরম' আসলে এই উপন্যাস থেকে নেওয়া হয়েছিল, যা একসময় ব্রিটিশ শাসকরা নিষিদ্ধ করেছিলেন । এই উপন্যাসের গল্প অবলম্বনে তৈরি হয় 'আনন্দমঠ' ছবির । দু'টি ভাষা বাংলা ও হিন্দিতে তৈরি করা হয়েছিল । সতীশ দাশগুপ্ত পরিচালিত বাংলা ভাষায় ছবিটি মুক্তি পেয়েছিল 1951 সালে ।

  • বিয়াল্লিশ (1951) :
    বিয়াল্লিশ- ছবির দৃশ্য...

1942-এ ভারতের অস্থির সময়ের বিস্তারিত বিবরণ দিয়েছিল 'বিয়াল্লিশ' । সে সময় ব্রিটিশদের বিরুদ্ধে চলছিল 'ভারত ছাড়ো আন্দোলন' । সেই আন্দোলনকে বাংলার একটি ছোটো শহরর মানুষের চোখ দিয়ে তুলে ধরা হয়েছে ছবিতে । 'বিয়াল্লিশ'-এ দেখানো হয়েছে ভারতীয়রা কীভাবে ব্রিটিশদের দেশ ছাড়ার জন্য বাধ্য করেছিলেন । ছবিটির পরিচালনা করেছেন হেমেন গুপ্ত । 'বিয়াল্লিশ'-এ দেখা গেছে হরিমোহন বোস, মঞ্জু দে, প্রদীপ কুমার, শম্ভু মিত্র, বিকাশ রায়, কালী সরকার ও সুরুচি সেনগুপ্তকে ।

  • সুভাষ চন্দ্র (1966) :
    সুভাষ চন্দ্র- ছবির দৃশ্য...

ভারতীয় স্বাধীনতা আন্দোলনের অন্যতম কিংবদন্তি ব্যক্তিত্ব নেতাজি সুভাষচন্দ্র বোসের জীবনের উপর ভিত্তি করে তৈরি ছবি 'সুভাষ চন্দ্র' । পীযূষ বোসের পরিচালনায় ছবিতে সুভাষ বোসের শৈশব, কলেজের দিন, ICS পাস করার সময়, তাঁর রাজনীতিতে প্রথমদিকের প্রচার, পুলিশের গ্রেপ্তার দেখানো হয়েছে । বোসের জীবনী নিয়ে যে সমস্ত কাজ হয়েছে, তাঁর মধ্যে এই ছবিটিকেই সব থেকে বেশি সৎ কাজ বলে মনে করেন অনেকে । ছবিতে অভিনয় করেছেন অমর দত্ত, সমর চ্যাটার্জি, আশিস ঘোষ সহ আরও অনেকে ।

  • মহাবিপ্লবী অরবিন্দ (1971) :
    মহাবিপ্লবী অরবিন্দ- ছবির দৃশ্য

ঋষি অরবিন্দর জীবন থেকে অনুপ্রাণিত হয়ে পরিচালক দীপক গুপ্ত তৈরি করেন 'মহাবিপ্লবী অরবিন্দ' । 1892 সালে ভারতে তাঁর ফিরে আসা থেকে শুরু করে 1910 সালে পন্ডিচেরিতে তাঁর অবসর গ্রহণ সবকিছুকেই ছবিতে তুলে ধরা হয় । ছবিতে দেখানো হয় তাঁর ছোটোবেলার জীবন, বিবাহ, সিস্টার নিবেদিতার সঙ্গে কথোপকথন, ভারতের স্বাধীনতা সংগ্রামে তাঁর অবদান, আলিপুর বম্ব ব্লাস্ট ও তার পরবর্তী বিচার । ছবিতে অভিনয় করেছেন অজিতেশ ব্যানার্জি, সুব্রত চ্যাটার্জি, তরুণ কুমার, পদ্মাদেবী ও দীলিপ রায় ।

  • শপথ নিলাম (1972) :
    শপথ নিলাম- ছবির দৃশ্য...

বাংলার বিপ্লবী দীনেশ মজুমদারের গল্প বলা হয়েছে 'শপথ নিলাম' ছবিতে । দেশে যখন ব্রিটিশ শাসন চলছিল, তখন দীনেশের মতো তরুণ বিপ্লবীরা ব্রিটিশদের দেশ থেকে তাড়ানোর জন্য লড়াই চালিয়ে গিয়েছিলেন । দীনেশের কার্যকলাপকে ছবিতে তুলে ধরা হয় । তিনি রশিক দাসের নেতৃত্বে জুগান্তর দলে যোগ দেন । একজন পুলিশকে মারার চেষ্টা করে ব্যর্থ হন । তাঁকে জেলবন্দি করা হলেও তিনি জেল থেকে পালিয়ে ফের বিপ্লবে যোগ দেন । সে সময় বিপ্লবীদের বেশিরভাগকেই হয় বন্দি বানানো হয়, নয় মেরে ফেলা হয় । দীনেশও পরে ব্রিটিশদের কাছে ধরা পড়ে যান ও শহীদ হন ।

  • দেবী চৌধুরানী (1974) :
    দেবী চৌধুরানী- ছবির দৃশ্য

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস 'দেবী চৌধুরানি'-র সেলুলয়েড অভিযোজন ছবিটি । একটি সাধারণ, গোঁড়া বাঙালি পরিবারের অন্তর্গত মহিলাকে ঘিরে রয়েছে গল্প । ব্রিটিশ শাসকদের থেকে ভয় পেয়ে তিনি কীভাবে শুধু একটি নামে পরিবর্তন হয়েছিলেন তা দেখানো হয় ছবিটিতে । প্রফুল্ল থেকে দেবী চৌধুরানী হওয়ার জন্য যে রূপান্তর, তা সুন্দরভাবে ছবিতে ফুটিয়ে তুলেছিলেন অভিনেত্রী সুচিত্রা সেন । এছাড়াও ছবিতে ছিলেন হারাধণ ব্যানার্জি, কালী ব্যানার্জি, ছায়াদেবী সহ আরও অনেকে ।

  • সব্যসাচী (1977) :
    সব্যসাচী- ছবির দৃশ্য...

পীযুষ বসু পরিচালিত বাংলা নাট্যধর্মী একটি ছবি 'সব্যসাচী' । শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 'পথের দাবি' উপন্যাস অবলম্বনে তৈরি ছবিটি । ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেন উত্তম কুমার । অন্যান্য চরিত্রে ছিলেন সুপ্রিয়া চৌধুরি, অনিলি চ্যাটার্জি, বিকাশ রায় ও তরুণ কুমার । ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতের স্বাধীনতা আন্দোলন ও পলাতক বাঙালি বিপ্লবী সব্যসাচীকে কেন্দ্র করে তৈরি ছবিটির গল্প । সব্যসাচী 'পথের দাবি' নামে একটি বিপ্লবী সংগঠন গঠন করেন । তিনি অত্যন্ত প্রতিভাবান, উচ্চ শিক্ষিত, সাহসী । তাঁর তৈরি প্রতিষ্ঠানের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ । তবে নেতৃত্ব, ভালোবাসা ও শক্তি অর্জনের জন্য সব্যসাচীর অতীতে বিশ্বাসঘাতকতার গল্পও রয়েছে ছবিতে ।

  • আবার আসব ফিরে (2004) :
    আবার আসব ফিরে- ছবির দৃশ্য...

শাশ্বত চ্যাটার্জি অভিনীত 'আবার আসব ফিরে' ছবিটি 2004 সালে মুক্তির পরপরই খুব জনপ্রিয় হয়ে ওঠে । রবি ওঝা পরিচালিত এই ছবিতে একটি রোম্যান্টিক গল্পকে কেন্দ্র করে । দু'টি সময়সীমার মধ্যে আটকা পড়ে গল্পটি এমন এক সময়ের মধ্যে প্রকাশিত হয় যখন একদল তরুণ বিপ্লবী ভারতের স্বাধীনতার জন্য তাদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত ছিল । দুঃখের বিষয়, একজনের বিশ্বাসঘাতকতা তাদের স্বপ্নগুলিকে ধ্বংস করে দেয় ও তাদের জীবন শেষ করে দেয় । ছবিটিতে শাশ্বত ছাড়াও রয়েছেন কণীনিকা ব্যানার্জি, ভিক্টর ব্যানার্জি, বিশ্বজিৎ চক্রবর্তী, সাবিত্রী চ্যাটার্জি, রজতাভ দত্ত ও তাপস পাল ।

  • রাজকাহিনী (2015) :
    রাজকাহিনী- ছবির দৃশ্য...

1947 সালে দেশভাগের কাহিনী নিয়েই গড়ে উঠেছে 'রাজকাহিনী' । গল্পে দেশ ভাগের সম্পূর্ণ চিত্র তুলে ধরা হয়েছে । ছবিতে দেখানো হয়, কয়েকজন বেশ্যাকে দেশ ভাগের সময় র‍্যাডক্লিফ লাইনের জন্য বাড়ি ছাড়তে বলা হয় । তা করতে তাঁরা অস্বীকার করেছিলেন । বেশ্যাদের ভূমিকায় অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, সায়নি ঘোষ ও সোহিনী সরকার । সৃজিত মুখার্জির পরিচালনায় ছবিটি নিয়ে ইতিবাচক সমালোচনায় হয় ।

Last Updated : Aug 15, 2019, 8:08 AM IST

ABOUT THE AUTHOR

...view details