পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

"এখন বাড়িতে থেকেই রবীন্দ্র পুজো করতে হবে" - iman chakraborty

এবছর লকডাউন থাকার কারণে বাড়িতেই থাকতে হবে সকলকে । বাইরে বেরিয়ে শ্রোতাদের কবিগুরুর লেখা গান শোনানোর সুযোগ পাবেন না কেউই । তবুও শ্রোতাদের মন ভালো করতে একটি গান অনলাইনে আনছেন ইমন ।

sdf
sdf

By

Published : May 7, 2020, 3:16 PM IST

কলকাতা :"আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধূলার তলে", বলছেন ইমন চক্রবর্তী । তিনি তরুণ প্রজন্মের প্রতিষ্ঠিত রবীন্দ্র সংগীত শিল্পী । যদিও অন্য ধারার গানেও তিনি সমান পারদর্শী । রবীন্দ্র সংগীত শিল্পীদের কাছে রবীন্দ্রজয়ন্তী একটি বিশেষ দিন । কিন্তু এবছর লকডাউন থাকার কারণে বাড়িতেই থাকতে হবে সকলকে । বাইরে বেরিয়ে শ্রোতাদের কবিগুরুর লেখা গান শোনানোর সুযোগ পাবেন না কেউই । তবুও শ্রোতাদের মন ভালো করতে একটি গান অনলাইনে আনছেন ইমন । এই বিষয়ে ETV ভারত সিতারা কথা বলেছিল ইমনের সঙ্গে ।

.

ইমন বলেন, "গানের বক্তব্যই হল, 'আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধূলার তলে'... যে সময়ের মধ্যে দিয়ে এখন আমরা যাচ্ছি, সেখানে আমরা রাজা-প্রজা সকলেই এক । সেই জন্য এই গান আমরা ভেবেছি । বাড়িতে বসেই এই ভিডিয়োটা পুরো শুট করা । গানটাও করা বাড়িতেই বসে । পুরোটাই সামলেছে নীলাঞ্জন ঘোষ, অর্থাৎ অডিয়ো এবং ভিডিয়ো প্রোডাকশন । ইমন চক্রবর্তী প্রোডাকশন থেকে এই গানটি বেরোবে রবীন্দ্রজয়ন্তীতে, আজ রাতেই এই গান শুনতে পাবেন সবাই ।"

.

কোনও বছর রবীন্দ্রজয়ন্তীতে ঘরে বসে থাকতে হয়নি ইমনকে । অনুষ্ঠান নিয়ে ব্যস্ত থাকতেন তিনি । এবার চিত্রটা একেবারেই আলাদা । এ প্রসঙ্গে ইমন বলেন, "এটা একটা ফেজ়, এরকমটা চিরকাল থাকবে না । পালটাবে নিশ্চয়ই । এই মুহূর্তে আমাদের এটাই মানতে হবে । এখন বাড়িতে থেকেই রবীন্দ্র পুজো করতে হবে ।"

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details