পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

"জীবনের শেষ দিনও যেন শট দিতে পারি", জন্মদিনে বললেন প্রসেনজিৎ

প্রসেনজিৎ বলেন, "আমার পাড়ার পুজো ৭১ পল্লি সর্বজনীন দুর্গোৎসব । তাঁরা আমার খুব কাছের মানুষ । আমাকে অনুরোধ করে না । আদেশ দেন । যেমন আজ সকালে একটা মেসেজ আসে । বলা হয়, এই সময়টা খালি রাখতে । তাই আমাকে আসতেই হত । সেই আদেশ আমি ফেলতে পারি না । ওরা আমার ছোটো ছোটো ভাই-বোনের মতো । আমাকে খুব ভালোবাসে ।"

ছবি

By

Published : Sep 30, 2019, 7:29 PM IST

কলকাতা : পাড়ার ছেলে তিনি । তাই আবদারেরও শেষ নেই । আর তাই কলকাতার এক পাঁচতারা হোটেলে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জন্মদিনের আয়োজন করা হয়েছিল । এই আয়োজন করেছিল ২১ পল্লি সর্বজনীন দুর্গোৎসব কমিটি । তবে কেক কেটে নয় । বোন পল্লবীর হাতে পায়েস খেয়ে জন্মদিন সেলিব্রেট করলেন তিনি ।

প্রসেনজিৎ বলেন, "আমার পাড়ার পুজো ৭১ পল্লি সর্বজনীন দুর্গোৎসব । তাঁরা আমার খুব কাছের মানুষ । আমাকে অনুরোধ করে না । আদেশ দেন । যেমন আজ সকালে একটা মেসেজ আসে । বলা হয়, এই সময়টা খালি রাখতে । তাই আমাকে আসতেই হত । সেই আদেশ আমি ফেলতে পারি না । ওরা আমার ছোটো ছোটো ভাই-বোনের মতো । আমাকে খুব ভালোবাসে ।"

বলতে বলতে আবেগতাড়িত হয়ে পড়েন বুম্বাদা । বলেন, "আমি আজ যা হয়েছি সব আপনাদের জন্য । জীবনের শেষ দিনও যাতে শট দিতে পারি তেমনই আমার ইচ্ছে । আমার ছোটোবেলার কথা খুব মনে পড়ে । ছোটোবেলায় স্কুলের বন্ধুরা জন্মদিনে আসত । সেই বন্ধুদের খুব মিস করি । তখন তো এরকমভাবে জন্মদিন হত না । ছবিতে কাজ করা শুরু করি যখন, শুটিং ফ্লোরের কোনও একটা মেকআপ রুমে আমার মা পায়েস আর বড় বড় ডিব্বায় খাবার নিয়ে যেতেন । সেখানেই আমার জন্মদিন পালিত হত । দুর্গাপুজো আর আমার জন্মদিন একসঙ্গেই হয় অধিকাংশ সময় । জীবনে এমন সময়ও গেছে পুজোতে আমার নতুন জামা হয়নি । সেই সময় আমাকে আর পল্লবীকে কিনে দেওয়া মায়ের জামা আমার কাছে খুব স্পেশাল গিফট । এখন আমার ছেলের পকেটমানি থেকে ওর কিনে দেওয়া উপহার আমার কাছে খুব স্পেশাল ।"

প্রসেনজিৎকে সারপ্রাইজ় দিতে সেখানে গিয়েছিল অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়, সুদীপ্তা চক্রবর্তী, দেবলীনা কুমার এবং আরও অনেকে । সেলিব্রেশনের সময় 'চিরদিনই তুমি যে আমার' গান গেয়েও তাঁকে শোনানো হয় ।

দেখুন ভিডিও...

দেখুন ভিডিয়ো

ABOUT THE AUTHOR

...view details