দিল্লি : হায়দরাবাদে পশু চিকিৎসককে গণধর্ষণ ও খুনের ঘটনায় গর্জে উঠেছে গোটা দেশ । অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তারকা সহ রাজনৈতিক ব্যক্তিত্বরা । আজ রাজ্যসভায় এই ইশুতে সরব হয়েছিলেন সাংসদ জয়া বচ্চন । বলেন, "এই সব অপরাধীদের জনসমক্ষে পেটানো উচিত ৷" তাঁর মন্তব্যকে সমর্থন জানিয়েছেন তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী । তিনি বলেন, "আমি মনে করি ধর্ষকদের নিরাপত্তা দিয়ে আদালতে নিয়ে গিয়ে বিচারের জন্য অপেক্ষা করার কোনও প্রয়োজন নেই । তৎক্ষণাৎ শাস্তি দেওয়া হোক । সব মন্ত্রীর কাছে আমার অনুরোধ এমন কঠোর আইন তৈরি করা হোক যাতে ধর্ষণের কথা ছেড়েই দিন, দুষ্কৃতীরা কোনও মহিলাকে খারাপ চোখে দেখার আগে অন্তত 100 বার চিন্তা করবে ।"
বুধবার বিকেলের দিকে সামসাবাদ টোল প্লাজ়ার কাছে স্কুটি রেখে কাজে গিয়েছিলেন ওই পশু চিকিৎসক যুবতি । স্কুটির পাশে দাঁড়িয়ে ছিল একটি ট্রাক । তার মধ্যে ছিল চার অভিযুক্ত । কয়েক ঘণ্টা পর ওই চিকিৎসক ফিরে এসে দেখেন তাঁর স্কুটির চাকা পাংচার হয়ে গেছে । তখন তাঁকে সাহায্য করতে অভিযুক্তদের একজন এগিয়ে আসে । এরপর সাহায্যের অছিলায় ওই চিকিৎসককে রাস্তার পাশে ঝোপের মধ্যে টেনে নিয়ে গিয়ে গণধর্ষণ করে চার দুষ্কৃতী । ধর্ষণের পর যুবতিকে খুন করে দেহটি পুড়িয়ে দেয় । এই ঘটনার প্রতিবাদে সরব হয় গোটা দেশ ।