কলকাতা : শিক্ষিত পরিচালক হিসেবে পরিচিতি রয়েছে কমলেশ্বর মুখোপাধ্যায়ের। ডাক্তারি পড়ার পরও ছবি ও নাটক পরিচালনাকেই তিনি তাঁর পেশা ও নেশা হিসেবে গ্রহণ করেছেন। কমলেশ্বর ETV ভারত সিতারাকে বললেন, "নন্দিতা-শিবপ্রসাদ ঘরানার ছবি আমায় সেভাবে টানে না।"
কমলেশ্বরের 'মেঘে ঢাকা তারা' দেখার পর তাঁর 'ককপিট' বা 'অ্যামাজ়নে অভিযান' দেখলে অনেকটাই আলাদা লাগে। তার কারণ কী? এই প্রশ্নে কমলেশ্বর বললেন, "আমার মনে হয়ে একজন পরিচালকের বিভিন্ন জঁরেই ট্রাই করা উচিত। আমি নিজে বিভিন্ন ধরনের ছবি দেখে বড় হয়েছি। তাই পরিচালনার ক্ষেত্রেও আমি আলাদা ধরনের বিষয় ও ট্রিটমেন্ট করার চেষ্টা করি।"