মুম্বই, 26 ফেব্রুয়ারি :সুপারস্টার হৃতিক রোশন এই প্রথমবার মুখ খুললেন তাঁর 'জল্পনা'-র প্রেমিকা সাবা আজাদকে নিয়ে ৷ সাবা আজাদ এবং হৃতিক রোশনকে ঘিরে বেশ কয়েকদিন ধরেই জল্পনা চলে আসছে ৷ সূত্রের খবর অনুযায়ী, রীতিমত ডেটিং করছেন এই দুই তারকা ৷ তবে এখনও পর্যন্ত নিজেদের সম্পর্কের বিষয়ে কেউই মুখ খোলেননি ৷ তবে এবার সাবার নতুন কাজের আগে সোশ্য়াল মিডিয়ায় তাঁকে উৎসাহিত করতে দেখা গেল হৃতিককে (Hrithik Roshan turns cheerleader for rumoured girlfriend Saba Azad ahead of her gig)৷
সাবা আজাদ এবং ইমাদ শাহের একটি ইলেক্ট্রো ফাঙ্কো ব্য়ান্ড রয়েছে যার নাম 'ম্যাড বয় মিঙ্ক' ৷ শুক্রবার পুনেতে তাঁদের নতুন শোয়ের আগে দুজনকেই শুভেচ্ছা জানিয়ে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে হৃতিক এদিন লেখেন, "Kill It You Guys" ৷ একইসঙ্গে সাবাকে তাঁর ইনস্টাগ্রামে ট্যাগও করেছেন হৃতিক ৷ কয়েকদিন আগেই হৃতিকের পারিবারিক ডিনারে আমন্ত্রিত হয়েছিলেন সাবা ৷ সঙ্গীত পরিচালক তথা হৃতিকের কাকা রাজেশ রোশনের সোশ্য়াল মিডিয়া হ্য়ান্ডেল থেকে সামনে এসেছিল সেই ছবি ৷