পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

কেমন কাটল টলি সেলেবদের 2019 ? - tollywood celeb

কেমন কাটল টলি সেলেবদের 2019 ? ETV ভারত সিতারার সঙ্গে নিজেদের অভিজ্ঞতার কথা শেয়ার করলেন প্রসেনজিৎ চ্যাটার্জি, পায়েল সরকার, বনি সেনগুপ্ত ও হিরণ চ্যাটার্জি ।

df
df

By

Published : Dec 31, 2019, 5:06 PM IST

কলকাতা : 2019 শেষ হয়ে শুরু হতে চলেছে 2020 । কেমন কাটল টলি সেলেবদের 2019 ? নতুন বছরই বা কেমন কাটতে চলেছে ? ETV ভারত সিতারার সঙ্গে নিজেদের অভিজ্ঞতার কথা শেয়ার করলেন প্রসেনজিৎ চ্যাটার্জি, পায়েল সরকার, বনি সেনগুপ্ত ও হিরণ চ্যাটার্জি ।

এই বছরটা প্রসেনজিৎ চ্যাটার্জি শুরু করেছিলেন 'জেষ্ঠপুত্র' দিয়ে । তারপর মুক্তি পায় 'গুমনামী'। এবং বছর শেষে প্রেক্ষাগৃহে আসে 'রবিবার'। বুম্বাদার মতে, দারুণ কেটেছে তাঁর নতুন বছর । প্রত্যেকেরই নতুন বছরের কিছু রেজ়োলিউশন থাকে । বুম্বাদার কাছে, তা "কেবলমাত্র, এন্টারটেনমেন্ট, এন্টারটেনমেন্ট, এন্টারটেনমেন্ট!"

অভিনেতা হিরণ এখন খুব বেছে বেছে ছবিতে অভিনয় করেন । আমনেই মুক্তি পেতে চলেছে তাঁর 'জিও জামাই'। হিরণ বলেন, "2019 আমার খুবই ভালো কেটেছে । আমি সবসময় সবকিছু পজ়িটিভলি নিই । খারাপভাবে কোনও কিছুই নিই না । সব জিনিসকে ভালোভাবে দেখা খুব দরকার । আমাদের দেশে বিভিন্ন কারণে খুব অস্থিরতা চলছে। সেটা আমার মনে হয় উচিত নয়। শান্তি খুব প্রয়োজন ।"

2019-এ প্রচুর কাজ করেছেন বনি সেনগুপ্ত । বলেন, "যেটা ছবিটা ভালো ফল করবে বলে ভেবেছিলাম, তার জায়গায় অন্য ছবি বেশি হিট করে গেছে । এই জিনিসগুলো আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে ।"

2019 সালের এপ্রিল মাসে শ্রাবন্তী চ্যাটার্জি বিয়ে করেছেন রোশন সিংকে । তাছাড়াও বেশ কিছু ছবিতে কাজও করেছেন শ্রাবন্তী । তাই 2019-এ তাঁর একাধিক ভালো স্মৃতি রয়েছে বলে জানিয়েছেন ।

নতুন বছরে মুক্তি পাবে পায়েল সরকারের 'মুখোশ' ছবিটি । সেই ছবির শুটিংয়ের অভিজ্ঞতাকেই পায়েল স্মরণীয় করে রাখতে চান । নতুন বাড়িতে শিফট করেছেন পায়েল । সেখানকার দুর্গা পুজোতে অংশগ্রহণ করেছেন প্রথমবারের জন্য । আর সবচেয়ে বড় কথা সেই নতুন বাড়িতে থাকতে এসেছেন অভিনেত্রীর বাবা-মা । সেটিকেও 2019 সালের বড় পাওয়া বলে মনে করছেন অভিনেত্রী ।

দেখুন ভিডিয়ো

ABOUT THE AUTHOR

...view details