কলকাতা : স্বামী রোশনের সঙ্গে প্রথমবার দীপাবলি পালন শ্রাবন্তীর । দিনটিকে নিজের মতো করেই উপভোগ করছেন তিনি । খুব স্পেশাল কিছু না হলেও পরিবারের সবার সঙ্গেই দিনটি কাটাবেন বলে জানিয়েছেন ।
রোশন সিংয়ের সঙ্গে বিয়ের পর এটাই শ্রাবন্তীর প্রথম দীপাবলি । আজকের দিনের প্ল্যান সম্পর্কে তিনি বলেন, "আমার শাশুড়ি মা পুজো করেন । তাঁর কাছে যাব । গিয়ে পুজোর কাজ করব । এছাড়া বাড়িতে কিছু লোজজন আসবে । সবাই একসঙ্গে প্রদীপ জ্বালাব, ফানুস ওড়াব । আর কিছু বাজি পোড়াব । মা লক্ষ্মী গণেশের কাছে প্রার্থনা করব যেন সবাই ভালো থাকে ।"