পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

ছুটিতে পরিচারিকা, রান্না থেকে ঘর পরিষ্কার সবই সামলাচ্ছেন রাজ-শুভশ্রী - coronavirus

কোরোনা আতঙ্কের জেরে বাড়ির পরিচারিকাকে ছুটি দিয়েছেন অনেকেই । বাদ যাননি রাজ-শুভশ্রীও । ফলত এখন বাড়িতে বসে ঘরের কাজ করতে হচ্ছে তাঁদের । যদিও পরিবারের অন্য সদস্যদের সঙ্গে কাজ ভাগ করে নিয়েছেন তাঁরা । সম্প্রতি সোশাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করেন রাজ । সেখানেই ফুটে উঠেছে তাঁদের বাড়ির ছবিটা ।

xcv
xcv

By

Published : Mar 24, 2020, 8:10 PM IST

কলকাতা : কোরোনা আতঙ্ক থাবা বসিয়েছে গোটা বিশ্বেই । আর এই আতঙ্কের জেরে বেশ কিছু রাজ্যে আপাতত লকডাউন ঘোষণা করা হয়েছে । তার মধ্যে রয়েছে কলকাতাও । নিত্য প্রয়োজনীয় ও জরুরি জিনিস ছাড়া বন্ধ একাধিক দোকান । ছুটি দেওয়া হয়েছে অফিসও । এই পরিস্থিতিতে ঘরবন্দী সবাই । বাদ যাননি টলি তারকারাও । কোয়ারেন্টাইনে রয়েছেন তাঁরা । আতঙ্কের মধ্যে বাড়ির পরিচারিকাকেও ছুটি দিয়েছেন অনেকেই । ব্যতিক্রম নন পরিচালক রাজ চক্রবর্তীও ।

এই মুহূর্তে বাড়িতেই রয়েছেন রাজ ও শুভশ্রী । কেমনভাবে কাটছে তাঁদের দিন । কোয়ারেন্টাইনে থেকে কী করছেন তাঁরা ? সম্প্রতি সোশাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করেছেন রাজ । সেখানেই ধরা পড়েছে তাঁদের প্রতিদিনের কাজের ছবি ।

কোরোনা আতঙ্কের জেরে আপাতত বাড়ির পরিচারিকা ও গাড়ি চালককে ছুটি দিয়েছেন তাঁরা । এখন তাঁদের বাড়ির সদস্য সংখ্যা সাত । ঘরের কাজ নিজেদের মধ্যেই ভাগ করে নিয়েছেন তাঁরা । কারও ভাগে পড়েছে ঘর গোছানোর কাজ । তো কারও ভাগে রান্না ও বাসন মাজা । মিলিয়ে গুছিয়ে নিজের ভাগের কাজ করতে ব্যস্ত সবাই ।

ভিডিয়োতে রাজের মা ও ভাগ্নিকে বিছানা গোছাতে দেখা গিয়েছে । অন্যদিকে রান্না ঘরে হাতে খুন্তি নিয়ে দেখা যায় শুভশ্রীকে । তাঁর ভাগে পড়েছে রান্নার কাজ । রাজের দিদির ভাগে পড়েছে বাসন মাজা আর বাবার ভাগে বাথরুম পরিষ্কার । অন্যদিকে একজন পরিচারিকাকে নিজের বাড়িতেই রেখে দিয়েছেন তাঁরা । বহু বছর ধরেই তাঁদের বাড়িতে কাজ করছেন ওই মহিলা । সেই সুবাদে চক্রবর্তী পরিবারের একজন সদস্য হয়ে উঠেছেন তিনি । যাই হোক নিজেদের মধ্যেই কাজ ভাগ করে নিয়েছেন সবাই ।

ভিডিয়োর শেষে সবাইকে ঘরে থাকার অনুরোধ করেন রাজ ও শ্রভশ্রী । এমনকী সরকারি নির্দেশ মেনে চলার আবেদনও করেন তাঁরা । লকডাউনকে বুড়ো আঙুল দেখিয়ে এখনও কোনও প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হতে দেখা যাচ্ছে অনেকজনকেই । তাই তাঁরা যাতে গায়ের জোরে বাড়ি থেকে বের না হন ভিডিয়োতে সেই অনুরোধ করেন রাজ ।

ABOUT THE AUTHOR

...view details