কলকাতা : কোরোনা সংক্রমণের জের । দেশজুড়ে জারি লকডাউন । তার মধ্যে কেমন আছেন টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির বর্ষীয়ান তারকারা ? এখন কীভাবে সময় কাটছে তাঁদের ? এই সময় সঠিকভাবে পরিষেবাগুলি পাচ্ছেন তো তাঁরা ? কী কী সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাঁদের ? এই খরব নিতেই ETV ভারতের তরফে কথা বলা হয়েছিল বর্ষীয়ান অভিনেতা মনোজ মিত্রর সঙ্গে ।
"এখন চুপ থেকে প্রশাসন ও স্বাস্থ্যকর্মীদের কাজ করতে দেওয়া উচিত"
লকডাউনের মধ্যে এখন গৃহবন্দী সবাই । এই পরিস্থিতিতে কেমন আছেন বর্ষীয়ান অভিনেতা মনোজ মিত্র ?
মনোজ মিত্রর বাড়ি সল্টলেকে । লকডাউনের জেরে আপাতত গৃহবন্দী রয়েছেন তিনি । আমাদের তিনি বলেন, "লকডাউনে কীভাবে মানুষ ভালো থাকবে ? তালাচাবি দিয়ে কাউকে যদি আটকে রাখা হয়, সে কি ভালো থাকতে পারে ? আমার শরীর একদিকে ঠিকই আছে, মাঝে পায়ে ব্যথা ছিল খুব । ওষুধপত্র আমাদের এখানে পাওয়া যাচ্ছে । বাড়িতে আছেন আমার স্ত্রী, ভাই আর এক পরিচারিকা । আমার শ্যালকের ছেলে থাকে নিউ ইয়র্কে । সেখানকার পরিস্থিতি তো আরও ভয়ঙ্কর । তবে ও যেখানে থাকে, সেখানে হয়নি । তবুও খুবই চিন্তার ।"
তবে কাউকে কোনওরকম সতর্কতার কথা জানাতে চাইলেন না মনোজবাবু । তাঁর বক্তব্য, "আমি মেসেজ দিলে ভুল বার্তা চলে যেতে পারে । আমাদের অভিজ্ঞতা এখন খুব ব্যক্তিকেন্দ্রিক হয়ে গিয়েছে । আমার অভিজ্ঞতা কারও কাজে লাগবে কি না সেটা জানি না । আবার সেটা ভুলও হয়ে যেতে পারে । খুবই চাপের বিষয় । তাই এই সময় একমাত্র সরকার যা বলছে এবং চিকিৎসকরা যা বলছেন সেটাই মেনে চলা উচিত বলে আমার মনে হয় । এখন চুপ থেকে তাঁদের কাজ করতে দেওয়া উচিত ।"