কলকাতা : 1 মে মুক্তি পাওয়ার কথা ছিল অনিকেত চট্টোপাধ্যায় পরিচালিত 'হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী'-র । তবে কোরোনার কারণে পিছিয়ে গেল ছবির মুক্তি । একটি অ্যানিমেশন ভিডিয়োর মাধ্যমে রাজা আর মন্ত্রীই এই খবর দিলেন ফ্যানেদের ।
তবে শুধু এটুকুই নয়, কোরোনার সংক্রমণ এড়াতে কী করা উচিত ও কী করা উচিত নয়, সেটাও বেশ মজার ছলে এই ভিডিয়োর মাধ্যমে জানিয়ে দিলেন নির্মাতারা । বাড়িতে থেকে ঠাকুরের নাম না করে, বিজ্ঞানসম্মত পদ্ধতিতে সমস্ত নিয়ম মেনে চলার কথা বলা হল ভিডিয়োয় ।
লকডাউনের সময় যে সমস্ত শ্রমিকরা কাজ পাচ্ছেন না, তাদের সাহায্যের কথাও বলা হল এখানে কৌশলে । দেবের প্রযোজনা সংস্থা 'দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স'-এর অফিশিয়াল ফেসবুক পেজে শেয়ার করা হয়েছে অ্যানিমেশন ভিডিয়োটি । এক ঢিলে দুই পাখি মারলেন প্রযোজক ও সাংসদ দেব ।
ছবিতে হবুচন্দ্রের ভূমিকায় শাশ্বত চ্যাটার্জি ও গবুচন্দ্রের চরিত্রে খরাজ মুখার্জিকে দেখা যাবে । রানির চরিত্রে অর্পিতা চ্যাটার্জি । ছবির ট্রেলার ইতিমধ্যেই বেশ আনন্দ দিয়েছে দর্শককে ।
দেব অভিনীত আরও একটি ছবি 'টনিক'-এর মুক্তিও পিছিয়েছে কোরোনার থাবা এড়াতে । 8 মে ছবি মুক্তির কথা থাকলেও, সেটি আপাতত শীতের ছুটি অবধি পোস্টপন করে দেওয়া হয়েছে ।