হায়দরাবাদ, 12 ফেব্রুয়ারি : হিজাব বিতর্কে তোলপাড় গোটা দেশ ৷ কর্নাটকের ছাত্রীদের শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব পরে আসা নিয়ে যে বিতর্ক দানা বেঁধেছিল, তাতে রাজ্য় সরকারের নির্দেশ এবং তৎপরবর্তী ক্ষেত্রে হাইকোর্টের নির্দেশের পর বিষয়টি রীতিমত জটিল আকার ধারণ করেছে ৷ আপাতত গোটা মামলাটি সুপ্রিম কোর্টের বিচারাধীন ৷ এই বিতর্কে দু‘ভাগে ভাগ হয়ে গিয়েছে বলিউড ৷ একদিকে যেমন একদিকে যেমন কঙ্গনা রানওয়াতের মত অভিনেত্রী বলছেন, "যদি আপনি সাহস দেখাতে চান তাহলে আফগানিস্তানে বোরখা না পড়ে সাহস দেখান ৷ বাধা ভাঙাতে শিখুন, নিজেকে খাঁচায় বন্দি করবেন না ৷ "
তেমনি আবার অনিল-কন্যা সোনম কাপুরের মত একেবারে ভিন্ন ৷ শুক্রবার নিজের সোশ্য়াল মিডিয়ায় একজন পাগড়ি পরিহিত শিখ এবং অন্যদিকে একজন হিজাব পরিহিত মুসলিম মহিলার ছবি শেয়ার করে তিনি প্রশ্ন করেন , 'পাগড়ি যদি একজন মানুষের পছন্দ হিসাবে গণ্য করা হয় তাহলে একইভাবে হিজাবকেও পছন্দ হিসাবে গণ্য করা হবে না কেন?' কিন্তু তাঁর এই মন্তব্য় যে মেনে নিতে পারেননি অনেকেই, তা স্পষ্ট বোঝা গেল সোশ্য়াল মিডিয়ার ট্রোলারদের আচরণে ৷ নেট নাগরিকদের একাংশ ধারাবাহিক ভাবে শুক্রবার রাত থেকে ট্রোল আক্রমণ চালিয়ে যান তাঁর ওপর (Bollywood actor Sonam Kapoor is facing the wrath of Twitterati) ৷ শনিবার সকাল অবধি টুইটার ট্রেন্ডিংয়ে শীর্ষে ছিলেন অভিনেত্রী সোনম ৷