পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Sonam Kapoor gets trolled : হিজাব বিতর্কে মুখ খুলে ট্রোলের শিকার অনিল-কন্যা সোনম, মিলল সমর্থনও - হিজাব বিতর্কে মুখ খুলে লাগাতার ট্রোলের শিকার অনিল কন্যা সোনম

শুক্রবার সোনম প্রশ্ন তুলেছিলেন, 'পাগড়ি যদি একজন মানুষের পছন্দ হিসাবে গণ্য করা হয় তাহলে একইভাবে হিজাবকেও পছন্দ হিসাবে গণ্য করা হবে না কেন?' তারপর থেকেই হিজাব বিতর্কে মন্তব্য়ের জেরে লাগাতার ট্রোলের শিকার অনিল-কন্য়া (Sonam Kapoor gets trolled for her comment in the Hijab row) ৷ তবে অনেকে সমর্থনও করেছেন ৷

Sonam Kapoor gets trolled
হিজাব বিতর্কে মুখ খুলে লাগাতার ট্রোলের শিকার অনিল কন্যা সোনম

By

Published : Feb 12, 2022, 1:50 PM IST

হায়দরাবাদ, 12 ফেব্রুয়ারি : হিজাব বিতর্কে তোলপাড় গোটা দেশ ৷ কর্নাটকের ছাত্রীদের শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব পরে আসা নিয়ে যে বিতর্ক দানা বেঁধেছিল, তাতে রাজ্য় সরকারের নির্দেশ এবং তৎপরবর্তী ক্ষেত্রে হাইকোর্টের নির্দেশের পর বিষয়টি রীতিমত জটিল আকার ধারণ করেছে ৷ আপাতত গোটা মামলাটি সুপ্রিম কোর্টের বিচারাধীন ৷ এই বিতর্কে দু‘ভাগে ভাগ হয়ে গিয়েছে বলিউড ৷ একদিকে যেমন একদিকে যেমন কঙ্গনা রানওয়াতের মত অভিনেত্রী বলছেন, "যদি আপনি সাহস দেখাতে চান তাহলে আফগানিস্তানে বোরখা না পড়ে সাহস দেখান ৷ বাধা ভাঙাতে শিখুন, নিজেকে খাঁচায় বন্দি করবেন না ৷ "

তেমনি আবার অনিল-কন্যা সোনম কাপুরের মত একেবারে ভিন্ন ৷ শুক্রবার নিজের সোশ্য়াল মিডিয়ায় একজন পাগড়ি পরিহিত শিখ এবং অন্যদিকে একজন হিজাব পরিহিত মুসলিম মহিলার ছবি শেয়ার করে তিনি প্রশ্ন করেন , 'পাগড়ি যদি একজন মানুষের পছন্দ হিসাবে গণ্য করা হয় তাহলে একইভাবে হিজাবকেও পছন্দ হিসাবে গণ্য করা হবে না কেন?' কিন্তু তাঁর এই মন্তব্য় যে মেনে নিতে পারেননি অনেকেই, তা স্পষ্ট বোঝা গেল সোশ্য়াল মিডিয়ার ট্রোলারদের আচরণে ৷ নেট নাগরিকদের একাংশ ধারাবাহিক ভাবে শুক্রবার রাত থেকে ট্রোল আক্রমণ চালিয়ে যান তাঁর ওপর (Bollywood actor Sonam Kapoor is facing the wrath of Twitterati) ৷ শনিবার সকাল অবধি টুইটার ট্রেন্ডিংয়ে শীর্ষে ছিলেন অভিনেত্রী সোনম ৷

আরও পড়ুন:পাগড়ি পছন্দের বিষয় হলে হিজাব নয় কেন : প্রশ্ন অনিল-কন্যা সোনমের

উল্লেখ্য, শুধুমাত্র হিজাব পরার জন্য কর্নাটকে বেশ কয়েকজন মহিলাকে বিক্ষোভকারীদের হাতে হেনস্থা হতে হয় ৷ তার কয়েকদিন পরেই এই পোস্টটি করেছিলেন সোনম । শুধু সোনম নন, এই বিষয়ে প্রতিবাদে মুখর হয়েছিলেন জাভেদ আখতার, শাবানা আজমি, স্বরা ভাস্কররাও ৷ একদিকে যেমন হিজাব বিতর্কে মুখ খোলার জন্য় কাল থেকে লাগাতার ট্রোলারদের আক্রমণের শিকার হয়েছেন সোনম, তেমনি আবার বেশ কিছু নেট নাগরিকদের সমর্থনও পেয়েছেন তিনি ৷ তাঁদের মতে গুরুত্বপূর্ণ বিষয়ে নিজের মতামত দিয়েছেন সোনম ৷

ABOUT THE AUTHOR

...view details