পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Hrithik Deepika New Film Fighter : প্রথমবার হৃতিকের সঙ্গে পর্দায় জুটি বাঁধছেন দীপিকা - প্রথমবার হৃতিক রোশনের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন রণবীর পত্নী দীপিকা পাড়ুকোন

প্রথমবার হৃতিক রোশনের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন রণবীর পত্নী দীপিকা পাড়ুকোন (Deepika Padukone upcoming films )৷ 'ফাইটার' নামের এই ছবিটি শ্যুটিং শুরু হতে চলেছে আসন্ন সেপ্টেম্বরে ৷

Hrithik Roshan Deepika Padukone Film Fighter
প্রথমবার হৃতিকের সঙ্গে পর্দায় জুটি বাঁধছেন দীপিকা

By

Published : Mar 8, 2022, 10:03 PM IST

হায়দরাবাদ, 8 মার্চ :বলিসুন্দরী দীপিকা পাড়ুকোনের ব্যস্ততা এখন একেবারে চরমে ৷ সবেমাত্র মুক্তি পেয়েছে তাঁর শেষ ছবি 'গেহরাইয়াঁ ৷ ছবির জন্য় প্রশংসা সমালোচনা দুটোই বেশ ভাল রকম কুড়োতে হয়েছে তাঁকে ৷ তবে সেদিকে নজর দেওয়ার সময় নেই কারণ আগামী ছবিতে তাঁর সঙ্গে জুটি বাঁধতে রীতিমত মুখিয়ে রয়েছেন সকলে ৷

একদিকে যেমন অমিতাভ বচ্চন এবং প্রভাসের সঙ্গে 'প্রোজেক্ট কে' ছবির জন্য জুটি বাঁধতে চলেছেন তিনি তেমনই আবার তাঁকে দেখা যাবে হৃতিক রোশনের নতুন ছবিতেও ৷ মঙ্গলবার নির্মাতারা জানিয়েছেন শীঘ্রই শুরু হবে দীপিকা-হৃতিকের নতুন ছবি 'ফাইটার'-এর শ্যুটিং(Hrithik Roshan Deepika Padukone Film Fighter) ৷ এই ছবির মাধ্য়মে তৃতীয়বার পরিচালক সিদ্ধার্থ আনন্দের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন অভিনেতা ৷ এর আগে 'ব্যাং ব্যাং' এবং 'ওয়ার' ছবিতে একসঙ্গে কাজ করেছেন তাঁরা ৷ নির্মাতাদের আশা শ্যুটিং শুরু হবে আগস্টের শেষ অথবা সেপ্টেম্বরের প্রথমদিকে ৷

আরও পড়ুন: নারী দিবসে দেখে নিন এমন কয়েক জন অভিনেত্রীকে যাঁরা রূপে লক্ষ্মী গুণে সরস্বতী

পরিচালক সিদ্ধার্থের সঙ্গে এটি হৃতিকের তৃতীয় কাজ হলেও দীপিকার সঙ্গে এই প্রথম জুটি বাঁধবেন তিনি ৷ ছবিতে এই দুই সুপারস্টার ছাড়াও রয়েছেন মমতা আনন্দ, অঙ্কু পাণ্ডে-সহ অন্যান্য অভিনেতা অভিনেত্রীরা ৷ 2023 সালে মুক্তি পাওয়ার কথা রয়েছে এই ছবিটির ৷ তার আগেই অবশ্য হৃতিককে পর্দায় দেখা যাবে সইফ আলি খানের সঙ্গে বিক্রম বেদা ছবিতে ৷

ABOUT THE AUTHOR

...view details