পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Karisma Kapoor: কাপুরদের অভিনেতা পরিবারে আলিয়ার অন্তর্ভুক্তি ? কী বললেন করিশ্মা ? - করিশ্মা কাপুরের খবর

সুপার ডান্সার - চ্যাপ্টার 4-এর (Super Dancer - Chapter 4) একটি এপিসোডে আলিয়া ভাটের (Alia Bhatt) প্রসঙ্গ উঠতেই দুরন্ত প্রতিক্রিয়া দিলেন বলিউডের অভিনেত্রী করিশ্মা কাপুর (Karisma Kapoor)৷

heres-how-karisma-kapoor-reacted-when-asked-to-consider-alia-bhat-a-kapoor in Super Dancer - Chapter 4 show
কাপুরদের অভিনেতা পরিবারে আলিয়ার অন্তর্ভুক্তি ? কী বললেন করিশ্মা ?

By

Published : Aug 6, 2021, 7:16 PM IST

মুম্বই, 6 অগস্ট:ডান্স রিয়্যালিটি শোসুপার ডান্সার - চ্যাপ্টার 4-এ (Super Dancer - Chapter 4) বিচারকের আসনে অতিথি হিসেবে এসেছিলেন ৷ সেখানেই এক প্রতিযোগীর প্রশ্নের জবাব দিতে গিয়ে নিজের পরিবারের কথা বলছিলেন 90-এর দশকের ডিভা করিশ্মা কাপুর (Karisma Kapoor) ৷ তখনই অপর বিচারক অনুরাগ বসু (Anurag Basu) টেনে আনেন আলিয়া ভাটের (Alia Bhatt) প্রসঙ্গ ৷ তাতে করিশ্মার প্রতিক্রিয়া ছিল দেখবার মতো ৷

সুপার ডান্সার - চ্যাপ্টার 4-এর একটি এপিসোডের ভিডিয়ো ইন্টারনেটে ঘুরে বেড়াচ্ছে ৷ সেখানে শিল্পা শেট্টির জায়গায় অতিথি বিচারক হিসেবে দেখা গিয়েছে বলিউডের অভিনেত্রী করিশ্মা কাপুরকে ৷ তাঁকে এক খুদে প্রতিযোগী জিজ্ঞেস করে, কাপুর পরিবারে (Kapoor family) কতজন অভিনেতা-অভিনেত্রী রয়েছেন ? জবাব দিতে গিয়ে একেবারে গোড়া থেকে শুরু করেন করিশ্মা ৷ প্রথমেই তিনি উল্লেখ করেন তাঁর প্রপিতামহ পৃথ্বীরাজ কাপুরের কথা ৷ এরপর ঠাকুরদা রাজ কাপুর, বাবা রণধীর কাপুর, শশী কাপুর, ঋষি কাপুর, শাম্মি কাপুর, যোগিতা বালি, বোন করিনা কাপুর, তুতো ভাই রণবীর কাপুর (Ranbir Kapoor), আদর জৈন, জাহান কাপুরের নাম গড়গড় করে বলে যান তিনি ৷

আরও পড়ুন:করোনার তৃতীয় ঢেউ নিয়ে সতর্ক করলেন সায়ন্তিকা-জুন

তখনই রসিকতা করে পরিচালক অনুরাগ বসু করিশ্মাকে বলেন, এই তালিকায় আলিয়া ভাটের (Alia Bhatt) নামও তাঁর যোগ করা উচিত ৷ রণবীর কাপুরের চর্চিত গার্লফ্রেন্ড আলিয়ার প্রসঙ্গ তুলতেই সতর্ক হয়ে যান করিশ্মা কাপুর ৷ তাঁর কোনও মন্তব্যে যাতে কোনও চটপটা খবর তৈরি হয়ে না-যায়, সেই চেষ্টা করেন তিনি ৷ তাই ইশারায় বুঝিয়ে দেন, এ ব্যাপারে তিনি মুখে তালা দিয়েছেন ৷ অর্থাৎ এই নিয়ে আর কোনও মন্তব্য করবেন না তিনি ৷

আরও পড়ুন:জন্মদিনে ভক্তদের সঙ্গে উদ্ধত আচরণ কাজলের ! রুষ্ট নেটিজেনরা

রণবীর কাপুর ও আলিয়া ভাটের বিয়েটা কবে হচ্ছে তা নিয়ে দীর্ঘদিন ধরে গুঞ্জন চললেও এখনও এ ব্যাপারে মুখ খোলেননি এই সেলেব জুটি ৷ তবে সম্প্রতি মুম্বইয়ের বান্দ্রায় রণবীর কাপুরের নতুন বাংলোতে দেখা গিয়েছে আলিয়া ভাট ও নীতু কাপুরকে ৷ বলিউডে জোর খবর, বিয়ের পর এই বাংলোতেই উঠবেন রণবীর ও আলিয়া ৷

আরও পড়ুন:স্বামীর মৃত্যুর একমাস পর কর্মযজ্ঞে ফিরে জীবনের জয়গান মন্দিরার

কর্মক্ষেত্রে অয়ন মুখোপাধ্যায়ের ব্রহ্মাস্ত্রে (Brahmastra) জুটিতে দেখা যাবে রণবীর কাপুর ও আলিয়া ভাটকে ৷ ওই ফিল্মে থাকছেন অমিতাভ বচ্চন, নাগার্জুন আক্কিনেনি ও মৌনী রায়ও ৷ ছবিটি 3ডি, আইম্যাক্স ও অন্যান্য সাধারণ ফরম্যাটে মুক্তি পাওয়ার কথা রয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details