পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

"মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে", জন্মশতবার্ষিকীতে হেমন্ত কুমার - হেমন্ত কুমারের গান

তাঁর নশ্বর দেহ মুছে যেতে পারে, তবে তাঁর সেই উদাত্ত কণ্ঠ, কখনও ভোলার নয় । কথা হচ্ছে হেমন্ত কুমারকে নিয়ে । ভারতবর্ষের সংগীতের দুনিয়ায় এক অন্যতম দীপ্তপুরুষ হেমন্ত কুমারের আজ জন্মশতবার্ষিকী । এই বিশেষ দিনে দেখে নেওয়া যাক তাঁর গাওয়া কয়েকটি অবিস্মরণীয় গান..

hemant kumar evergreen songs
hemant kumar evergreen songs

By

Published : Jun 16, 2020, 10:33 PM IST

Updated : Jun 17, 2020, 11:37 AM IST

জানে ওহ ক্যায়সে : ফিল্মের নাম 'পয়সা', সুরকার : S.D. বর্মন, গীতিকার : সাহির লুধিয়ানভি ।

ইয়ে দিল কি সুনো : ফিল্মের নাম 'অনুপমা', সুরকার : হেমন্ত কুমার, গীতিকার : কাইফি আজ়মি ।

মুছে যাওয়া দিনগুলো আমায় যে : ফিল্মের নাম 'লুকোচুরি', সুরকার : হেমন্ত কুমার, গীতিকার : গৌরিপ্রসন্ন মজুমদার ।

বেকরের করকে হামে ইউ না যাইয়ে : অ্যালবামের নাম 'বিস সাল বাদ', সুরকার : হেমন্ত কুমার, গীতিকার : শাকিল বদুয়ানি ।

না তুম হামে জানো : ফিল্মের নাম 'বাত এক রাত কি', সুরকার : S.D.বর্মন, গীতিকার : মজরুহ সুলতানপুরি ।

এই রাত তোমার আমার : ফিল্মের নাম 'দীপ জ্বেলে যাই', সুরকার : হেমন্ত মুখার্জি, গীতিকার : গৌরিপ্রসন্ন মজুমদার ।

ইয়ে নয়ন ডরে ডরে : ফিল্মের নাম 'কোরা', সুরকার : হেমন্ত কুমার, গীতিকার : কাইফি আজ়মি ।

পথের ক্লান্তি ভুলে : ফিল্মের নাম 'মরুতীর্থ হিংলাজ', সুরকার : হেমন্ত কুমার, গীতিকার : গৌরিপ্রসন্ন মজুমদার

Last Updated : Jun 17, 2020, 11:37 AM IST

ABOUT THE AUTHOR

...view details