মুম্বই, 6 ফেব্রুয়ারি : সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরকে (Lata Mangeshkar Health Condition) নিয়ে চিন্তায় গোটা দেশ ৷ তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ফের ভেন্টিলেশনে রাখা হয়েছে ৷ রাত থেকেই তাঁকে দেখতে অনেকে হাসপাতালে গিয়েছেন ৷ কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল (Piyush Goyal visits Lata Mangeshkar) দেখতে গিয়েছিলেন ভারতরত্নকে ৷ তাঁর দ্রুত সুস্থতা কামনা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বার্তা পরিবারের কাছে পৌঁছে দেন মন্ত্রী ৷ আজ লতা মঙ্গেশকরকে দেখতে হাসপাতালে যাবেন অপর কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি ৷ শিল্পীর অসুস্থতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধিও (Sonia Gandhi on Lata Mangeshkar) ৷
শনিবার লতা মঙ্গেশকরের অবস্থার অবনতি হলে তাঁকে দেখতে যান পীযূষ গোয়েল ৷ তিনি জানান, "তাঁর পরিবারকে প্রধানমন্ত্রীর বার্তা পৌঁছে দিয়েছি ৷ আমরা প্রার্থনা করছি যেন তিনি দ্রুত সুস্থ হয়ে ওঠেন ৷ তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি সবাই ৷" আজ সকালে শিল্পীকে দেখতে হাসপাতালে যাওয়ার কথা কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রী নীতিন গড়করিরও (Nitin Gadkari to visit Lata Mangeshkar)৷
লতা মঙ্গেশকরের সুস্থতা কামনা করেছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধিও ৷ কংগ্রেসের অফিসিয়াল হ্যান্ডেল থেকে টুইটে জানানো হয়েছে, "কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধি দেশের সঙ্গীত কিংবদন্তি লতা মঙ্গেশকরের স্বাস্থ্য নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ও তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন ৷ তিনি বলেছেন, প্রজন্মের পর প্রজন্ম তাঁর সুমধুর কণ্ঠে গান শুনে বড় হয়ে উঠেছে ৷ ভারতের তাঁকে প্রয়োজন ৷"