পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Lata Mangeshkar Health Condition : লতা মঙ্গেশকরকে দেখতে হাসপাতালে গোয়েল-শ্রদ্ধা, উদ্বিগ্ন সোনিয়া - Health condition of Lata Mangeshkar continues to be critical

লতা মঙ্গেশকরকে (Lata Mangeshkar Health Condition) দেখতে হাসপাতালে গিয়ে তাঁর পরিবারের কাছে প্রধানমন্ত্রীর বার্তা পৌঁছে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল (Piyush Goyal visits Lata Mangeshkar) ৷ গভীর রাতে হাসপাতালে গিয়েছিলেন শ্রদ্ধা কাপুরও ৷

Lata Mangeshkar latest news
লতা মঙ্গেশকরকে দেখতে হাসপাতালে গোয়েল-গড়করি-শ্রদ্ধা, উদ্বিগ্ন সোনিয়া

By

Published : Feb 6, 2022, 9:29 AM IST

মুম্বই, 6 ফেব্রুয়ারি : সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরকে (Lata Mangeshkar Health Condition) নিয়ে চিন্তায় গোটা দেশ ৷ তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ফের ভেন্টিলেশনে রাখা হয়েছে ৷ রাত থেকেই তাঁকে দেখতে অনেকে হাসপাতালে গিয়েছেন ৷ কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল (Piyush Goyal visits Lata Mangeshkar) দেখতে গিয়েছিলেন ভারতরত্নকে ৷ তাঁর দ্রুত সুস্থতা কামনা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বার্তা পরিবারের কাছে পৌঁছে দেন মন্ত্রী ৷ আজ লতা মঙ্গেশকরকে দেখতে হাসপাতালে যাবেন অপর কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি ৷ শিল্পীর অসুস্থতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধিও (Sonia Gandhi on Lata Mangeshkar) ৷

শনিবার লতা মঙ্গেশকরের অবস্থার অবনতি হলে তাঁকে দেখতে যান পীযূষ গোয়েল ৷ তিনি জানান, "তাঁর পরিবারকে প্রধানমন্ত্রীর বার্তা পৌঁছে দিয়েছি ৷ আমরা প্রার্থনা করছি যেন তিনি দ্রুত সুস্থ হয়ে ওঠেন ৷ তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি সবাই ৷" আজ সকালে শিল্পীকে দেখতে হাসপাতালে যাওয়ার কথা কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রী নীতিন গড়করিরও (Nitin Gadkari to visit Lata Mangeshkar)৷

লতা মঙ্গেশকরের সুস্থতা কামনা করেছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধিও ৷ কংগ্রেসের অফিসিয়াল হ্যান্ডেল থেকে টুইটে জানানো হয়েছে, "কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধি দেশের সঙ্গীত কিংবদন্তি লতা মঙ্গেশকরের স্বাস্থ্য নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ও তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন ৷ তিনি বলেছেন, প্রজন্মের পর প্রজন্ম তাঁর সুমধুর কণ্ঠে গান শুনে বড় হয়ে উঠেছে ৷ ভারতের তাঁকে প্রয়োজন ৷"

আরও পড়ুন:Lata Mangeshkar Health Update : সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের শারীরিক পরিস্থিতি আপাতত স্থিতিশীল

শনিবার গভীর রাতে লতা মঙ্গেশকরকে দেখতে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে যান বলিউডের অভিনেত্রী শ্রদ্ধা কাপুরও (Shraddha Kapoor visits Lata Mangeshkar) ৷ মা শিবাঙ্গী কোলহাপুরেকে নিয়ে হাসপাতালে গিয়েছিলেন তিনি ৷ তাঁর আগেই দিদিকে দেখতে হাসপাতালে যান সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে ৷ তিনি জানান, লতা মঙ্গেশকরের পরিস্থিতি তখন স্থিতিশীল রয়েছে ৷ সুরসম্রাজ্ঞীর চিকিৎসার দায়িত্বে থাকা ডা. প্রতীত সামদানি জানিয়েছেন, অ্যাগ্রেসিভ থেরাপির মধ্যে দিয়ে যাচ্ছেন লতা মঙ্গেশকর এবং তিনি সেই চিকিৎসা নিতে পারছেন ৷

কোভিড ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত 8 জানুয়ারি মুম্বইয়ের হাসপাতালে ভর্তি হন লতা মঙ্গেশকর ৷ তাঁর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় সম্প্রতি তাঁকে ভেন্টিলেটর থেকে সরিয়ে নেওয়া হয়েছিল ৷ তবে ফের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আবার তাঁকে ভেন্টিলেশনে রাখতে হয়েছে চিকিৎসকদের ৷ তাঁর দ্রুত সুস্থতা প্রার্থনা করছে আপামর দেশবাসী ৷

আরও পড়ুন:Lata Mangeshkar Health Update : শারীরিক পরিস্থিতির অবনতি, ফের ভেন্টিলেশনে লতা

ABOUT THE AUTHOR

...view details