মুম্বই, 22 জানুয়ারি :সঙ্গীত সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের শারীরিক পরিস্থিতি বর্তমানে কিছুটা উন্নতি হয়েছে (Health Condition of Lata Mangeshkar slightly better) ৷ দেশ-বিদেশ ব্যাপী তাঁর অনুরাগীদের উদ্দেশ্যে শনিবার কিছুটা আশার খবর শোনালেন চিকিৎসকরা ৷ গত 12 জানুয়ারি করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল গায়িকাকে ৷ তাঁর শরীরে ছিল করোনার মৃদু উপসর্গ ৷ কিন্তু একইসঙ্গে নিউমোনিয়াতেও আক্রান্ত হয়ে পড়েছিলেন নবতিপর গায়িকা ৷ তাই আর কোনও ঝুঁকি না নিয়ে তাঁকে ভর্তি করা হয় আইসিইউতে ৷
তবে শনিবার কিছুটা আশার খবর শোনালেন ব্রিচ ক্যান্ডি হাসপাতালের চিকিৎসক প্রতীত সামদানি ৷ তিনি জানিয়েছেন, শারীরিক পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে এখনও আইসিইউ থেকে ছাড়া পাচ্ছেননা গায়িকা ৷ তিনি বলেন, "গায়িকা লতা মঙ্গেশকরকে এখনও আইসিইউ বিভাগেই রাখা হয়েছে ৷ তবে আজ তাঁর শারীরিক পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে ৷ স্বাস্থ্যকর্মীরা প্রতি মুহূর্তে তাঁর শারীরিক পরিস্থিতির উপর নজর রাখছেন ৷ "