কলকাতা, 11 অক্টোবর: রহস্য থেকে কি একে একে পর্দা তুলছেন টলি অভিনেত্রী নুসরত জাহান (Nusrat Jahan) ? দীর্ঘ জল্পনা কাটিয়ে, ছেলের জন্মের শংসাপত্র নিতে গিয়েই তিনি জানিয়ে দিয়েছিলেন, তাঁর সন্তান ঈশানের বাবা তাঁর চর্চিত বয়ফ্রেন্ড যশ দাশগুপ্তই (Yash Dasgupta)৷ এ বার নুসরত যে ইঙ্গিত দিয়েছেন, তাতে নেট নাগরিকরা ধরেই নিয়েছেন যে, যশের সঙ্গে বিয়েটাও (Nusrat Yash Marriage) সেরে ফেলেছেন তৃণমূল সাংসদ ৷ আর আজ তিনি এটা প্রকাশ্যে স্বীকারও করে নিলেন বলে ধারণা তাঁদের ৷
ঠিক কী হয়েছে ?
রবিবার ছিল যশ দাশগুপ্তের জন্মদিন ৷ এই দিনে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে দুটি ছবি পোস্ট করেন নুসরত জাহান ৷ একটি ছবিতে যশের জন্মদিনের কেকটি দেখা যাচ্ছে ৷ জল্পনা শুরু হয়েছে তা নিয়েই ৷ কেকের উপরে লেখা ওয়াই এবং ডি ৷ বুঝতে অসুবিধে হওয়ার কথা নয়, যশের নামের ইংরেজি আদ্যক্ষর লেখা রয়েছে ৷ হ্যাপি বার্থ ডে লেখা কেকটির দুটি ধাপ ৷ নিচের ধাপে লেখা ড্যাড ৷ এতেও বুঝতে অসুবিধে হয় না, ঈশানের বাবা যশের কথা বলা হয়েছে ৷ কারণ দিনকয়েক আগে নুসরত নিজেই যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে প্রকাশ্যে এনেছেন যে, তাঁর সদ্যোজাত পুত্র ঈশানের বাবা যশই ৷ কেকের উপরের ধাপে লেখা রয়েছে হাজব্যান্ড অর্থাৎ স্বামী ৷ এই লেখাটি নিয়েই তোলপাড় সোশ্যাল মিডিয়া ৷
আরও পড়ুন:Aryan Khan : ফাইটারের ছেলে লড়াইয়ে ফিরবেই, শাহরুখের পাশে বলিউড