কলকাতা, 23 মার্চ :শেষ হল 'বেহালা সাংস্কৃতিক সম্মিলনী' আয়োজিত দশম বার্ষিক 'বেহালা ক্লাসিক্যাল ফেস্টিভ্যাল'। আর শেষ দিনে 'সর্বোত্তম সম্মান'-এ ভূষিত করা হয় কিংবদন্তি বংশিবাদক পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়াকে (Behala Honored Hariprasad Chaurasia The Magician of Flute)। চলতি বছর ১৯ মার্চ উদ্বোধন হয় চারদিন ব্যাপী 'বেহালা ক্লাসিক্যাল ফেস্টিভ্যাল'-এর। এ বছর দশম বর্ষে পদার্পণ করল এই আভিজাত সাংস্কৃতিক অনুষ্ঠান । অনু্ষ্ঠানের উদ্বোধন করেন পণ্ডিত অজয় চক্রবর্তী । হাজির ছিলেন সঙ্গীতজগতের বহু বিশিষ্টজন ।
শেষ দিনে 'সর্বোত্তম সম্মান'-এ ভূষিত করা হয় কিংবদন্তি বংশিবাদক পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়াকে । এদিন তাঁর বাঁশির সুরে ভরে ওঠে সমগ্র অনুষ্ঠান । তবলা পরিবেশন করেন প্রখ্যাত পারকশনিস্ট বিক্রম ঘোষ এবং প্রখ্যাত সরোদ শিল্পী তেজেন্দ্র নারায়ণ মজুমদার ।
অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা তথা স্বনামধন্য গয়না প্রস্তুতকারী সংস্থার কর্ণধার রূপক সাহা জানান, "কোথা থেকে যে এই দশটা বছর কেটে গেল বুঝতে পারলাম না । আমরা নিজেদের শুধু গয়না প্রস্তুতকারী হিসেবে বেঁধে রাখি না । এহেন অনেক কাজই করে থাকি তা সকলেই জানেন । আমাদের সঙ্গে জড়িত থাকে বেহালাবাসী। সকলের প্রয়াস আর ঐকান্তিক চেষ্টাতেই প্রতিবছর এই অনুষ্ঠান আয়োজিত হয় ।"