পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Hariprasad Chaurasia At Kokata : বাঁশির জাদুকর হরিপ্রসাদ চৌরাসিয়াকে সম্মানিত করল বেহালা - Hariprasad Chaurasia At Kokata

শেষ হল 'বেহালা সাংস্কৃতিক সম্মিলনী' আয়োজিত দশম বার্ষিক 'বেহালা ক্লাসিক্যাল ফেস্টিভ্যাল'-এ এবার 'সর্বোত্তম সম্মান'-এ ভূষিত করা হয় কিংবদন্তি বংশিবাদক পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়াকে (Behala Honored Hariprasad Chaurasia The Magician of Flute)।

hariprasad ghaurasia honored at the behala classical festival
'সর্বোত্তম সম্মান'-এ ভূষিত করা হয় কিংবদন্তি বংশিবাদক পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়াকে

By

Published : Mar 23, 2022, 2:08 PM IST

কলকাতা, 23 মার্চ :শেষ হল 'বেহালা সাংস্কৃতিক সম্মিলনী' আয়োজিত দশম বার্ষিক 'বেহালা ক্লাসিক্যাল ফেস্টিভ্যাল'। আর শেষ দিনে 'সর্বোত্তম সম্মান'-এ ভূষিত করা হয় কিংবদন্তি বংশিবাদক পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়াকে (Behala Honored Hariprasad Chaurasia The Magician of Flute)। চলতি বছর ১৯ মার্চ উদ্বোধন হয় চারদিন ব্যাপী 'বেহালা ক্লাসিক্যাল ফেস্টিভ্যাল'-এর। এ বছর দশম বর্ষে পদার্পণ করল এই আভিজাত সাংস্কৃতিক অনুষ্ঠান । অনু্ষ্ঠানের উদ্বোধন করেন পণ্ডিত অজয় চক্রবর্তী । হাজির ছিলেন সঙ্গীতজগতের বহু বিশিষ্টজন ।

শেষ দিনে 'সর্বোত্তম সম্মান'-এ ভূষিত করা হয় কিংবদন্তি বংশিবাদক পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়াকে । এদিন তাঁর বাঁশির সুরে ভরে ওঠে সমগ্র অনুষ্ঠান । তবলা পরিবেশন করেন প্রখ্যাত পারকশনিস্ট বিক্রম ঘোষ এবং প্রখ্যাত সরোদ শিল্পী তেজেন্দ্র নারায়ণ মজুমদার ।

তবলা পরিবেশন করেন প্রখ্যাত পারকশনিস্ট বিক্রম ঘোষ এবং প্রখ্যাত সরোদ শিল্পী তেজেন্দ্র নারায়ণ মজুমদার

অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা তথা স্বনামধন্য গয়না প্রস্তুতকারী সংস্থার কর্ণধার রূপক সাহা জানান, "কোথা থেকে যে এই দশটা বছর কেটে গেল বুঝতে পারলাম না । আমরা নিজেদের শুধু গয়না প্রস্তুতকারী হিসেবে বেঁধে রাখি না । এহেন অনেক কাজই করে থাকি তা সকলেই জানেন । আমাদের সঙ্গে জড়িত থাকে বেহালাবাসী। সকলের প্রয়াস আর ঐকান্তিক চেষ্টাতেই প্রতিবছর এই অনুষ্ঠান আয়োজিত হয় ।"

পুরস্কারে ভূষিত হওয়ার পর কিংবদন্তি হরিপ্রসাদ চৌরাসিয়া মজার ছলে বলেন, "এত উপহার আমি আগে পাইনি । এখন চিন্তার বিষয় হল এত জিনিস নিয়ে আমি মুম্বই যাব কী ভাবে? আমার স্ত্রী এলে খুব খুশি হতেন আমি এত উপহার পাচ্ছি দেখে।"

শেষ দিনে 'সর্বোত্তম সম্মান'-এ ভূষিত করা হয় কিংবদন্তি বংশিবাদক পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়াকে

আরও পড়ুন: 35তম জন্মদিন বৈষ্ণদেবী দর্শনে কঙ্গনা

বহু উপহারের পাশাপাশি চিত্রশিল্পী সনাতন দিন্দার আঁকা ছবিও এদিন তুলে দেওয়া হয় এই শিল্পীর হাতে । হাজির ছিলেন অভিনেত্রী তথা নৃত্যশিল্পী জয়া শীল ঘোষও । তিনি বলেন, "এত সুন্দর একটা অনুষ্ঠানে না এসে থাকতে পারি না । তা ছাড়া প্রতিবার আমার স্বামী বিক্রম ঘোষ এখানে পারফর্ম করেন ৷ তাই আসব তো বটেই । আমিও একবার পারফর্ম করেছি এখানে । তাছাড়া আমি এখানকার মেয়ে । সেনহাটি কলোনিতে থাকতাম আমি । সেই সূত্রে বেহালার প্রতি টান তো আছেই । তাই প্রতিবার আসব ।"

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details