পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

'গুলদস্তা'-র ট্রেলারে তিন নারীর গল্প, হাজার খারাপের মধ্যেও ভালো থাকার রসদ - গুলদস্তা-র খবর

সমাজের তিন স্তর এবং পরিবার থেকে উঠে আসা তিন নারী । তাদের অনেক না-বলা কষ্ট রয়েছে । তবুও তার মধ্যে ভালো থাকার রসদ জোগাবে 'গুলদস্তা' । অর্পিতা চ্যাটার্জি আর দেবযানী চট্টোপাধ্যায়কে ভালোভাবে বাঁচতে শেখাবে স্বস্তিকা মুখোপাধ্যায়ের চরিত্র ডলি বাগরি ।

Swastika mukherjee and Arpita chatterjee in Guldasta
Swastika mukherjee and Arpita chatterjee in Guldasta

By

Published : Oct 7, 2020, 10:35 PM IST

কলকাতা : পুজোয় মুক্তি পেতে চলেছে অর্জুন দত্ত পরিচালিত 'গুলদস্তা' । বেশ কয়েকবছর ধরেই নারীকেন্দ্রিক ছবি তৈরি হচ্ছে টলিপাড়ায় । 'ক্রিসক্রস', 'আমি আর আমার গার্লফ্রেন্ড'-এর মতো ছবির হাওয়ায় পাল ভাসিয়ে আসতে চলেছে 'গুলদস্তা' । আবারও কয়েকজন মেয়ের গল্প, তাদের পারস্পরিক নির্ভরশীলতা আর বন্ধুত্বের টানাপোড়েনেই আসছে এই ছবি ।

সমাজের তিন স্তর ও তিন পরিবার থেকে উঠে আসা তিন নারী । প্রত্যেকের নিজস্ব যন্ত্রণা আছে, কষ্ট আছে । তবে হাতে হাত মেলালে যেন সব উধাও এক লহমায় । স্বস্তিকার চরিত্র ডলি বাগরি বাকি দু'জনকে যেন আলোর পথে নিয়ে আসে । একটু পরিচর্যা, একটু শরীরচর্চার মধ্যে দিয়ে আত্মবিশ্বাস দানা বাঁধে এই দুই মহিলার মধ্যে ।

স্বস্তিকা

ছবিতে স্বস্তিকার চরিত্রের নাম ডলি । শ্রীরূপার চরিত্রে অভিনয় করেছেন অর্পিতা চট্টোপাধ্যায় । আর দেবযানী চট্টোপাধ্যায়ের নাম হয়েছে রেণু । স্বস্তিকা আর অর্পিতাকে নিয়মিত দেখা যায় বড় পরদায় । সেদিক থেকে টেলিভিশন দাপানো অভিনেত্রী দেবযানী হলেন ছবির সারপ্রাইজ় কাস্ট ।

অর্পিতা

21 অক্টোবর মুক্তি পাবে 'গুলদস্তা' । একইদিনে মুক্তি পাবে অনির্বাণ-মিমি অভিনীত 'ড্রাকুলা স্যার' ও কোয়েল অভিনীত সৌকর্য ঘোষাল পরিচালিত 'রক্ত রহস্য'। দুই ছবির ট্রেলারই মুক্তি পেয়ে গেছে । কোরোনা এসে সবটা বদলে দিলেও, পুজোর সময় বাংলা সিনেমার হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু রয়েই গেল । দেখা যাক, কে জেতে..

দেখে নিন 'গুলদস্তা'-র ট্রেলার..

ABOUT THE AUTHOR

...view details