পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

গোয়েন্দা ছবি বানাচ্ছেন মৈনাক, অভিনয়ে ঋতব্রত - ঋতব্রত মুখোপাধ্যায়

গোয়েন্দা ছবি বানানোর একটা ট্রেন্ড চলছে টলিউডে। যাঁরা এ যাবৎ সম্পর্ক ভিত্তিক ছবি বানাতেন তাঁরাও বানাচ্ছেন গোয়েন্দা ভিত্তিক ছবি। অগাস্ট মাসে মুক্তি পাবে প্রতিম দাশগুপ্তর 'শান্তিলাল ও প্রজাপতি রহস্য'। সেই তালিকায় যুক্ত হল মৈনাক ভৌমিকের নামও। ক্লাস টেনে পড়া এক কিশোরকে নিয়ে তাঁর গোয়েন্দা কাহিনি। মুখ্য চরিত্রে ঋতব্রত মুখোপাধ্যায়। ETV ভারত সিতারার সঙ্গে কথা বললেন ঋতব্রত।

গোয়েন্দা ছবি বানাচ্ছেন মৈনাক, অভিনয়ে ঋতব্রত

By

Published : Jul 12, 2019, 8:13 PM IST

Updated : Jul 13, 2019, 11:37 AM IST

কলকাতা : ঋতব্রত বললেন, "মৈনাকদা আমাকে হঠাৎ ফোন করে বলেন, জুলাই মাসে তোর কী কী কাজ আছে। আমি বলি। তারপরই বলেন, আমার আবার একসঙ্গে কাজ করব। শুনে থেকেই আমি খুব একসাইটেড। কারণ চরিত্রটা একটা গোয়েন্দার। নাম বিক্রম ডিটেকটিভ জুনিয়র। এর কোনও সুপার পাওয়ার নেই, যেমনটা অন্যান্য গোয়েন্দাদের থাকে। সাধারণ এক ছেলের গোয়েন্দা হয়ে ওঠার কাহিনি। শুটিং শুরু হবে।"

ছবির পোস্টার
এর আগে ঋতব্রত মৈনাক ভৌমিকের 'জেনারেশন আমি' ছবিতে একটি অত্যন্ত মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন। চরিত্রের নাম ছিল অপু। তাঁদের এই যুগলবন্দী ফের দর্শক দেখতে পাবে সেলুলয়েডে।
Last Updated : Jul 13, 2019, 11:37 AM IST

ABOUT THE AUTHOR

...view details