গৌতম ঘোষ তাঁর স্ত্রীকে নিয়ে ভোট দিতে গেলেন দক্ষিণ কলকাতার হেরম্বচন্দ্র, অর্থাৎ সাউথ সিটি কলেজে। হাসিমুখে ভোট দিতে গেলেন পরিচালক। ভোট দিয়ে বেরিয়ে এসে রসিকতাও গৌতম।
"ভোট দেওয়া মানে ডিসক্রিট চার্ম", বললেন গৌতম ঘোষ - গৌতম ঘোষ
আজ লোকসভা নির্বাচনের শেষ দফার ভোট। ভোট দিচ্ছেন আমজনতা থেকে সেলিব্রিটিরা। সস্ত্রীক ভোট দিতে গেলেন বিখ্যাত চিত্রপরিচালক গৌতম ঘোষ।
গৌতম ঘোষ
ETV Bharatকে তিনি বললেন, "ভোট এমন একটা জিনিস যেটাকে বলা হয় ডিসক্রিট চার্ম। মানে, বউ, ছেলে মেয়ে, সবার থেকে লুকিয়ে রাখা যায় বিষয়টাকে। কাকে ভোট দিচ্ছি, কেউ তা জানতে পারবে না পুরোটাই গোপন।"