কলকাতা, 12 নভেম্বর: নবদম্পতি দেবলীনা কুমার (Devlina Kumar) ও গৌরব চট্টোপাধ্যায়ের (Gourab Chatterjee) জুটিকে নিয়ে টিভির পর্দায় আসছে 'একটি বাঙালি এলিয়েন-এর গল্প' (Ekti Bangali Alien Er Golpo)। টিজার হাজির হল শুক্রবার ।
টেলিভিশনের পর্দায় আসছে নতুন অরিজিনাল ছবি 'একটি বাঙালি এলিয়েন-এর গল্প'। তাতে অভিনয় করেছেন গৌরব চট্টোপাধ্যায় এবং তাঁর ঘরণী দেবলীনা কুমার । রয়েছেন অভিনেতা বুদ্ধদেব ভট্টাচার্য, মৌ ভট্টাচার্য-সহ আরও অনেকে । পরিচালনার দায়িত্বে রয়েছেন অভিমন্যু মুখোপাধ্যায় । প্রযোজনা জয়দীপ মুখোপাধ্যায় ও অভিমন্যু মুখোপাধ্যায়ের ।
শুক্রবার দুপুর 12টায় হাজির হয়েছে এর টিজার । পরিচালক অভিমন্যু মুখোপাধ্যায়ের কাছে ইটিভি ভারতের তরফে ছবির ব্যাপারে জানতে চাওয়া হলে তিনি বলেন, "যাঁরা খুব ধর্ম মানে, তাঁদের মধ্যে কারও বিশ্বাস পৃথিবীতে খারাপ কিছু ঘটা মানে এক রাক্ষস এসে হাজির হয়েছে বা ঈশ্বর হাজির হয়েছেন । আর যাঁরা বিজ্ঞান মানে, তাঁরা ভাবে এ সবই এলিয়েনের কারণেই ঘটছে, ভাল-খারাপ সব কিছু । এমনই এক বিষয়কে কেন্দ্রে রেখে এই ছবি । এলিয়েনকে নিয়েই ছবি । এখানে 'কোয়ি মিল গ্যায়া' বা 'পিকে'র মতো এলিয়েন নেই । এই ছবির এলিয়েন খাঁটি বাঙালি । গৌরবকে এখানে তিনটে চরিত্রে, তিনটে লুকে পাবে দর্শক । খুব ইন্টারেস্টিং একটা ক্যারেক্টর করছে গৌরব । খুব ভাল কাজ করেছে ।"