কলকাতা : আর মাত্র কয়েকদিনের অপেক্ষা । তারপরই এক হবে গৌরব চ্যাটার্জি ও দেবলীনা কুমারের চার হাত । শোনা যাচ্ছে, 9 ডিসেম্বরেই বিয়ের পিঁড়েতে বসতে চলেছেন তাঁরা । আর তার আগে তাঁদের আইবুড়োভাত খাওয়াতে ব্যস্ত টলি পাড়ার একাধিক তারকা । সম্প্রতি 'ঘরের মেয়ে' দেবলীনা ও হবু জামাইকে আইবুড়োভাত খাওয়ালেন শিবপ্রসাদ মুখার্জি ও নন্দিতা রায় ।
সম্প্রতি ধারাবাহিক 'রাণী রাসমণি'-র সেটে গৌরবের জন্য আইবুড়োভাতের এলাহি আয়োজন করা হয়েছিল । ওই ধারাবাহিকের সব কলাকুশলীরা নিয়ম মেনে আশীর্বাদ করে তাঁকে আইবুড়োভাত খাওয়ান । সেই মেনুতে ছিল সাদা ভাত থেকে শুরু করে ডাল, আলুভাজা, তরকারি, চিংড়ি মাছ, পোলাও, মটন, পাঁপড় ভাজা, চাটনি, মিষ্টি, দই । সাজিয়ে গুছিয়ে সবই কাঁসার থালায় করে পরিবেশন করা হয় পরদার মথুরের সামনে ।