কলকাতা, 18 মার্চ :পরিচালক রাজেশ দত্ত এবং ইপ্সিতা রায় সরকারের যৌথ পরিচালনায় আসতে চলেছে নতুন ছবি 'সার্কাসের ঘোড়া'। ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন পরান বন্দ্যোপাধ্যায়, লিলি চক্রবর্তী, দীপঙ্কর দে, ইন্দ্রানী হালদার, সাহেব চট্টোপাধ্যায়, দেবলীনা কুমার, গৌরব চট্টোপাধ্যায়, দেবাশিস ঘোষ, সুমিত সমাদ্দার, দেবপ্রসাদ হালদার, অনন্যা সেনগুপ্ত-সহ অন্যান্যরা। ছবির প্রযোজনায় দেবাশিস ঘোষ ।
ছবিতে দেখা যাবে এক্স আর্মি অফিসার মাণিকবাবু তাঁর স্ত্রীর সঙ্গে কলকাতাতে থাকেন । মাণিকবাবুর এক পুত্রসন্তান রয়েছে । ছবিতে এই মাণিকবাবুর চরিত্রে অভিনয় করছেন পরান বন্দ্যোপাধ্যায় । কর্মব্যস্ত জীবনে কাছের মানুষরা দূরে চলে যায় । সামনাসামনি সাক্ষাৎ নয় সম্পর্কগুলো টিকে থাকে শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় । ছেলে বিদেশে থাকার সুবাদে মাণিকবাবুর সঙ্গেও তাঁর ছেলের সম্পর্ক সেই সোশ্যাল মিডিয়াতেই আটকে ছিল । নাতির জায়গা পূরণ করতে আগমন ঘটে তাতাইয়ের । মাণিকবাবুর নাতির জায়গা এই তাতাই পূরণ করতে পারবে কি? নাকি রক্তের সম্পর্কটাই মানিকবাবুর জীবনে আসল প্রাধান্য পাবে? এমনই এক টানটান পারিবারিক টানাপোড়েন নিয়ে আসবে 'সার্কাসের ঘোড়া'।