পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা নিয়ে এল 'গোত্র'-র ট্রেলার - শিবপ্রসাদ মুখোপাধ্যায়

অবশেষে প্রতীক্ষার অবসান। মুক্তি পেল 'গোত্র'-র ট্রেলার।

গোত্র

By

Published : Jul 26, 2019, 2:20 PM IST

Updated : Jul 26, 2019, 4:36 PM IST

কলকাতা : সমাজ এখন একটা জটিল সময়ের মধ্য়ে দিয়ে যাচ্ছে। চারপাশে একটা অসহিষ্ণুতার আবহ, সবাই যেন সবার শত্রু। এই সময়ে দাঁড়িয়ে খুব প্রয়োজন ছিল 'গোত্র'-র মতো একটা ছবির। নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের এই ছবিতে অভিনয় করছেন অনুসূয়া মজুমদার, নাইজেল আকারা, মানালি দে, খরাজ মুখোপাধ্যায় প্রমুখ।

শান্তি দেবী একজন 'বাতিকগ্রস্থ' হিন্দু বিধবা। ধর্ম, সমাজ, ন্যায়-অন্যায় নিয়ে যার কিছু সীমিত ধারণা রয়েছে। অন্য়দিকে দাগী আসামী তারেক আলি, যে এতকিছু বোঝে না। তার জীবনবোধ একেবারেই আলাদা শান্তিদেবীর থেকে। এই দু'টো মানুষ যখন একই ছাদের তলায় দিনের পর দিন থাকে, তখন একটা বিপর্যয় হওয়াটাই স্বাভাবিক।

ছবির দৃশ্য

তবে সেটা হল না। বরং শান্তিদেবীর মুখে শোনা গেল, "তুমি আলি না গুহ আমি তা জানতে চাই না।" বাড়ির জন্মষ্টমীতে ভোগ পরিবেশন করল তারেক। সেই "অনাচার" সহ্য করতে না পেরে পাত ছেড়ে উঠে গেলেন খরাজ, যে ছবিতে একজন নিষ্ঠুর প্রোমোটার।

ছবির দৃশ্য

এমনই গল্প 'গোত্র'-র। দেখে নিন ট্রেলার...

Last Updated : Jul 26, 2019, 4:36 PM IST

ABOUT THE AUTHOR

...view details