ক্যালিফোর্নিয়া : অনুষ্ঠিত হল গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড । লস অ্যাঞ্জেলসের বিভারলি হিল্টনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় । ছিলেন হলিউডের এক ঝাঁক তারকা । হাসি-মজা, গ্ল্যামার ও সেলিব্রেশন সব নিয়ে জমজমাট ছিল এই অনুষ্ঠান ।
যোগ দিয়েছিলেন হলিউডের প্রথম সারির তারকারা । ছিলেন জেনিফার লোপেজ়, অ্যালেক্স রড্রিক, প্রিয়াঙ্কা চোপড়া, নিক জোনাস, জেনেথ পালট্রো, টেলর সুইফ্ট, লিওনার্দো দি ক্যাপ্রিও, ব্র্যাড পিট সহ আরও অনেকে ।
জেনিফারের পরনে ছিল ফ্যাশন ডিজ়াইনার ভ্যালেন্টিনোর ডিজ়াইন করা একটি গাউন । গাউনের সামনে ছিল একটি বড় বো । সেরা সহ অভিনেত্রী হিসেবে মনোনীত হন তিনি ।