পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

অপর্ণা সেনের 'ঘরে বাইরে আজ', মুক্তি পেল টিজ়ার - অনির্বাণ ভট্টাচার্য

নিখিলেশ-বিমলা-সন্দীপের সম্পর্ক নিয়ে ১৯১৬ সালে 'ঘরে বাইরে' উপন্যাস লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তাঁর ভাবনা যে আজও কতটা প্রাসঙ্গিক সেটা আর নতুন করে বলে দেওয়ার প্রয়োজন নেই। তাই বারেবারে তাঁর লেখা পরিচালকদের ছবির বিষয়বস্তু হয়ে ওঠে। ঠিক যেমনটা অপর্ণা সেনের ক্ষেত্রেও হয়ে উঠেছে।

ঘরে বাইরে

By

Published : Jun 18, 2019, 3:16 PM IST

কলকাতা : ছবির গল্প 'ঘরে বাইরে' উপন্যাস অবলম্বনে হলেও সময়টা আলাদা। আসল উপন্যাস অনুযায়ী গল্পটা ১৯০৫ সালের বঙ্গভঙ্গ আন্দোলনের প্রেক্ষাপটে তৈরি। তবে অপর্ণা সেনের ছবিটি একেবারে আজকের গল্প বলবে। তাই ছবির নামও 'ঘরে বাইরে আজ'।

অপর্ণা সেনের পরিচালনায় নিখিলের চরিত্রে অভিনয় করছেন অনির্বাণ ভট্টাচার্য, বিমলার চরিত্রে তুহিনা দাস ও সন্দীপের চরিত্রে জিশু সেনগুপ্ত। ১৯৮৪ সালে সত্যজিৎ রায়ের 'ঘরে বাইরে' যাঁরা দেখেছেন এবং যাঁরা দেখেননি, প্রত্য়কেই অপর্ণা সেনের এই নতুন অ্যাডাপ্টেশনকে দেখার জন্য় মুখিয়ে রয়েছেন।

দেখে নিন 'ঘরে বাইরে' আজ' ছবির অফিশিয়াল টিজ়ার...

ABOUT THE AUTHOR

...view details