কলকাতা : এখন ইউভানকে নিয়েই দিন কেটে যাচ্ছে রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলির । যতক্ষণ বাড়িতে থাকছেন ততক্ষণ ছেলের সঙ্গে দুষ্টুমি ও খুনসুটিতেই মেতে থাকছেন পরিচালক । ছেলের বিভিন্ন মুহূর্তের ছবি ক্যামেরাবন্দী করছেন আর তা শেয়ার করছেন অনুরাগীদের সঙ্গে । তাঁর সোশাল মিডিয়া প্রোফাইলের বেশিরভাগ অংশই এখন জুড়ে রয়েছে ছোট্ট ইউভান । সম্প্রতি ইনস্টাগ্রামে ইউভানের একটি নতুন ছবি পোস্ট করেন রাজ ।
ছবিতে শুভশ্রীর কোলে বসে থাকতে দেখা গিয়েছে ইউভানকে । তার পরনে রয়েছে নীল টি শার্ট । আর এভাবেই মায়ের সঙ্গে ক্যামেরায় পোজ় দিচ্ছে সে । ক্যামেরায় কীভাবে পোজ় দিতে হয়ে সেটা অবশ্য এখন থেকেই ভালো করে রপ্ত করে নিয়েছে এই একরত্তি ।