মুম্বই, 21 জানুয়ারি : 5 জানুয়ারি দীপিকা পাড়ুকোনের (Deepika Padukone upcoming movie) জন্মদিনে তাঁর আপকামিং ফিল্ম গেহরাইয়াঁর টিজার প্রকাশ করেছিলেন নির্মাতারা ৷ ভক্তদের অপেক্ষাকে আর দীর্ঘায়িত না করে এবার প্রকাশিত হল ছবির ট্রেলার (Gehraiyaan trailer released) ৷ শকুন বাত্রা পরিচালিত ও করণ জোহর প্রযোজিত এই ছবিতে দীপিকা ছাড়াও রয়েছেন অনন্যা পাণ্ডে ও সিদ্ধান্ত চতুর্বেদী (Siddhant Chaturvedi in Gehraiyaan) ৷ ট্রেলারেই স্পষ্ট যে, ত্রিকোণ প্রেমের সম্পর্কের টানাপোড়েন নিয়ে ছবি তৈরি করেছে অ্যামাজন প্রাইম ভিডিয়ো (Upcoming bollywood movies OTT)৷
2 মিনিট 34 সেকেন্ডের ট্রেলারে গল্পের সঙ্গে কিছুটা পরিচয় ঘটিয়েছেন নির্মাতারা ৷ দীপিকা ও অনন্যা (Ananya Panday in Gehraiyaan) দুই তুতো বোন ৷ বয়ফ্রেন্ড সিদ্ধান্তের সঙ্গে ডেটিং করছেন অনন্যা ৷ আর দীপিকা তাঁর বয়ফ্রেন্ড ধাইরা কারওয়াকে নিয়ে ব্যস্ত নিজের জীবনে ৷ অনন্যা তাঁর বয়ফ্রেন্ডের সঙ্গে দীপিকার পরিচয় করিয়ে দেওয়ার পরই গল্পটা অন্য দিকে মোড় নেয় ৷ ঘনিষ্ঠতা বাড়ে দীপিকা ও সিদ্ধান্তের মধ্যে ৷ ত্রিকোণ প্রেমের জটিল অঙ্কেই বাড়তে থাকে সম্পর্কের টানাপোড়েন ৷ এই ফিল্মে দেখা যাবে নাসিরুদ্দিন শাহ ও রজত কাপুরকেও ৷