কলকাতা : প্রায় ছয় মাস হয়ে গিয়েছে বন্ধ রয়েছে দেশের সব সিনেমা হল । কবে হল খুলবে, সেই উত্তর জানা নেই কারও । এদিকে হল না খোলায় সমস্যায় পড়েছেন একাধিক হল মালিক থেকে শুরু করে হলের কর্মচারীরা । এই পরিস্থিতিতে হল মালিকদের পাশে দাঁড়িয়েছেন একাধিক তারকা । এমনকী, কেন্দ্রীয় সরকারের কাছে সিনেমা হল খোলার আবেদনও জানিয়েছেন তাঁরা । তারকাদের পাশাপাশি আবেদন জানানো হয়েছে EIMPA-র তরফেও । যদিও এখনও তার উত্তর কোনও উত্তর পাওয়া যায়নি বলে জানানো হয়েছে ।
দেব থেকে শুরু করে মিমি, নুসরত, শ্রাবন্তী, শুভশ্রী সহ টলি পাড়ার একাধিক প্রথমসারির তারকাই এই বিষয়টি নিয়ে সরব হয়েছে । কয়েকদিন আগে লোকসভায় বিষয়টি উত্থাপন করেন নুসরত । এছাড়া সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এ নিয়ে একটি খোলা চিঠি দিয়েছেন কৌশিক গাঙ্গুলি । তারকাদের পাশাপাশি হল খোলার আবেদন জানিয়ে EIMPA-র তরফে কেন্দ্রীয় সরকারের কাছে চিঠি দেওয়া হয়েছে । এমনকী, BJP সাংসদ বাবুল সুপ্রিয়কেও চিঠি দিয়েছেন তাঁরা ।