পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

OTT প্ল্যাটফর্মে বাংলা ছবির মুক্তি নিয়ে দ্বিধাবিভক্ত টলিউড

লকডাউনের জন্য পিছিয়ে গিয়েছে একাধিক বাংলা ছবির মুক্তি । যদিও এখনও পর্যন্ত OTT প্ল্যাটফর্মে কোনও বাংলা ছবির মুক্তির খবর পাওয়া যায়নি । তবে এ বিষয়ে কী ভাবছেন বাংলার প্রযোজক, পরিচালকরা ? এ নিয়ে তাঁদের সঙ্গে কথা বলেছিল ETV ভারত সিতারা ।

dfg
gftr

By

Published : May 26, 2020, 3:23 PM IST

কলকাতা : ইতিমধ্যেই বলিউড জানিয়ে দিয়েছে যে তাদের বহু প্রতিক্ষিত বড় ব্যানারের হিন্দি ছবি OTT প্ল্যাটফর্মেই মুক্তি পাবে । তার কারণ লকডাউন । এদিকে পিছিয়ে গিয়েছে একাধিক বাংলা ছবির মুক্তি । যদিও এখনও পর্যন্ত OTT প্ল্যাটফর্মে কোনও বাংলা ছবির মুক্তির খবর পাওয়া যায়নি । কী ভাবছেন বাংলার প্রযোজক, পরিচালকরা ? এ নিয়ে তাঁদের সঙ্গে কথা বলেছিল ETV ভারত সিতারা ।

এই বছরই SVF এন্টারটেনমেন্ট প্রযোজনা সংস্থা থেকে মুক্তি পাওয়ার কথা ছিল 'গোলন্দাজ', 'ড্রাকুলা স্যার'-এর মতো ছবি । সেগুলি কি কোনও ভাবে OTT-তে মুক্তি করানোর কথা ভাবছেন তাঁরা । SVF এন্টারটেনমেন্টের কর্ণধার মহেন্দ্র সোনি ETV ভারত সিতারাকে বলেন, "আমরা অপেক্ষা করছি । এত তাড়াহুড়ো করব না । অপেক্ষা করছি সিনেমা হল খোলার জন্য । তারপরই রিলিজ় করব ।"

এদিকে 8 মে মুক্তি পাওয়ার কথা ছিল দেব ও পরাণ বন্দ্যোপাধ্যায় অভিনীত 'টনিক'। ছবির প্রযোজক অতনু রায়চৌধুরি বলেন, "আমরা একদমই OTT প্ল্যাটফর্মে রিলিজ় করব না ছবিটা । সিনেমাটা সিনেমার জন্য, থিয়েটারের জন্য । আমি OTT-তে বিশ্বাস করি না । মানুষ সিনেমা হলে গিয়ে ছবি দেখবেই, সেটা 6 মাসই হোক, কী এক বছর । নাহলে তো টেলিভিশন সিরিয়ালই দেখত ।"

.

এই পরিস্থিতিতে OTT প্ল্যাটফর্মেই বাড়ছে দর্শক সংখ্যা । সে বিষয় অতনু বলেন, "সিনেমা হলের জন্যে সিনেমা বানিয়ে OTT প্ল্যাটফর্মে দেওয়াতে বিশ্বাস করি না । তাহেল তো ওয়েব সিরিজ়ই তৈরি করতে পারতাম । OTT প্ল্যাটফর্মের জন্যই ছবি তৈরি করতে পারতাম । সিনেমা আজ হোক, কাল হোক মানুষ দেখতে বাধ্য । এই এন্টারটানমেন্ট ছাড়া মানুষ বাঁচতে পারে না । তাই সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হবে । আমি যে সিনেমাগুলো তৈরি করেছি বা করব, সেগুলো সিনেমা হলে রিলিজ় করার জন্যই করব ।"

দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চারের ছবি 'হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী' কোথায় মুক্তি পাবে, তাই নিয়ে পরিচালক অনিকেত চট্টোপাধ্যায় বলেন, "ছবি OTT-তে মুক্তি পাবে নাকি সিনেমা হলে, সেটা তো নির্ভর করছে প্রযোজকের উপর । তাঁর আড়াই তিন কোটি টাকা লগ্নি হয়েছে । আমি যদি অপেক্ষা করতে বলি, সেটা তো আমার বলা ঠিক হবে না । দেব যদি মনে করে OTT-তে রিলিজ় করবে, তাহলে করবে ।"

.

এদিকে দর্শক যে এখন OTT-র দিকেই বেশি ঝুঁকছেন এব্যাপারে অনিকেত বলেন, "আমি দুটো জায়গা থেকে বিষয়টাকে বিচার করছি । একটা বলব ভালো হচ্ছে । কারণ, কিছু লোক মনোপলি ব্যবসা আরম্ভ করতে চাইছিল । অন্য কাউকে ছবি রিলিজ় করতে দিতে চাইছিল না । হল দিতে চাইছিল না । সময় দিতে চাইছিল না । যে মানুষগুলো পয়সা খাওয়াচ্ছিল, ঘুষ দিচ্ছিল, তাদের সুবিধে করে দেওয়া হচ্ছিল । সিনেমা তুলে নেওয়া হচ্ছিল, রিলিজ়ই করতে দেওয়া হচ্ছিল না । সেদিক থেকে একটা জিনিস ভালো হয়েছে, যে মানুষের OTT প্ল্যাটফর্মের সঙ্গে পরিচিতি হয়ে গিয়েছে । সেখানেই ছবি রিলিজ় হবে এবং মানুষ সেই ছবি দেখবে । এটা একদিক থেকে খুব ভালো । দ্বিতীয়ত, যে বিষয়টা খারাপ, সেটা হল, আমরা তো ছবি তৈরি করি বড় স্ক্রিনে সেটা রিলিজ় করব বলে । যেমন আমার ছবি 'হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী'র কথাই ধরুন । বিরাট রাজপ্রাসাদ, ওয়াইড শট, এগুলো দেখতে পাবে না মোবাইলের ছোটো স্ক্রিনে । এটা একটা লস । তবে এটাই বলব, OTT প্ল্যাটফর্মই ভবিষ্যৎ ।"

অনিকেত আরও বলেন, "মানুষ একবছর হলে গিয়ে সিনেমা দেখবে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে । আমি হয়তো দর্শক হিসেবে ছবি দেখতে যাব । কারণ, সেটাই আমার কাজ । তবে আমি যদি সিনেমা দেখতে যাই, তাহলে সিঙ্গলপ্লেক্সেই যাব, মাল্টিপ্লেক্সে যাব না ।"

.

মুক্তির অপেক্ষায় রয়েছে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রযোজনা সংস্থা উইন্ডোজ়ের একাধিক ছবি । যেমন 'বেলাশুরু', 'লক্ষ্মীছেলে'। তাঁরা বলেন, "আমাদের সেরকম কোনও সিদ্ধান্ত হয়নি, যে আমরা অপেক্ষা করব না OTT প্ল্যাটফর্মে রিলিজ় করব । আমফান ঘূর্ণিঝড়ের কারণে আরওই কোনও সিদ্ধান্ত হয়নি ।"

ABOUT THE AUTHOR

...view details