মুম্বই, 14 এপ্রিল : খুব শীঘ্রই আসতে চলেছে অভিনেতা কবীর বেদির আত্মজীবনী 'স্টোরিস আই মাস্ট টেল: দ্য ইমোশনাল লাইফ অফ অ্যান অ্যাক্টর' ৷ এই বই পাঠকদের কাছে সামনে অনেক নতুন কিছু তুলে ধরবে ৷ ওড়িশার নিত্যশিল্পী প্রমিতা গুপ্তার সঙ্গে ওপেন ম্যারেজ থেকে শুরু করে পারভিন ববির সঙ্গে সম্পর্ক, অভিনেতা এই সব কিছুই রেখেছেন এই বইতে ৷ গত বছর করোনার সময় থেকে তিনি এই বই লিখতে শুরু করেছিলেন ৷
এই বই প্রকাশের আগে একটি সাক্ষাৎকারে কবীর বলেছেন, 'স্টোরিস আই মাস্ট টেল: দ্য ইমোশনাল লাইফ অফ অ্যান অ্যাক্টর' এই বইতে তিনি তাঁর জীবনের সফর, উথ্থান-পতন, প্রাপ্তি সব কিছুর কথাই থাকবে এই বইতে ৷