মুম্বই, 30 জুন :নুসরত জাহান (Nusrat Jahan) এখনও নিজে মুখে জানাননি তাঁর সন্তানসম্ভবা হওয়ার কথা ৷ তবে তাঁর বেবি বাম্পের ছবিই খবরটা নিশ্চিত করে দিয়েছে ৷ এ বার সুখবর দিলেন আর এক অভিনেত্রী ৷ নতুন অতিথি আসছে অভিনেত্রী ফ্রিডা পিন্টো (Freida Pinto) ও তাঁর ফিয়ন্সে চিত্রগ্রাহক কোরি ট্র্যানের (Cory Tran) জীবনে ৷ প্রথম সন্তানের মা হতে চলেছেন অভিনেত্রী ৷ তাঁর বেবি বাম্পের ছবি পোস্ট করে এ কথা ঘোষণা করেছেন তিনি ও কোরি ৷ এই খবরে সোশ্যাল মিডিয়ায় তাঁদের শুভেচ্ছার বন্যায় ভাসিয়েছেন ভক্ত ও ফলোয়াররা ৷
ব্রিটিশ ও মার্কিন ফিল্ম 'স্লামডগ মিলিয়নেয়ার' ও 'রাইস অফ দ্য প্ল্য়ানেট' খ্যাত ফ্রিডা পিন্টো ইনস্টাগ্রাম পোস্টে তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার কথা জানান ৷ কোরির সঙ্গে নিজের যে ছবিটি তিনি পোস্ট করেছেন, সেখানে স্পষ্ট তাঁর বেবি বাম্প ৷ ফ্লোরাল প্রিন্টের কালো মিডি ড্রেস পরে হাসিমুখে বেবি বাম্প দেখাচ্ছেন তিনি ৷ তাঁর পাশেই দাঁড়িয়ে রয়েছেন কোরি ৷ তাঁর পরনে কালো প্যান্ট ও ঘিয়ে রঙের টি-শার্ট ৷ পোস্টটির ক্যাপশনে ফ্রিডা লিখেছেন, "বেবি ট্র্যান, আসছে ৷"
আরও পড়ুন:নেই মেকআপ-প্রযুক্তির কারিকুরি, নয়া ভিডিয়োয় প্রকাশ্যে হবু মা নুসরত
ওই একই পোস্ট শেয়ার করেছেন অভিনেত্রীর ফিয়ন্সে কোরি ট্র্যানও ৷ 2019 সালের নভেম্বরে তাঁদের বাগদান হয়েছে ৷ আগেই সে কথা ঘোষণা করেছিলেন এই যুগল ৷ তাঁদের সন্তান আসার খবরে রিচা চাড্ডা, ম্রুণাল ঠাকুর, ডাব্বু রত্নানি, নার্গিস ফকরির মতো অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন ৷
কোরি ট্র্যানের সঙ্গে ডেটিং করার আগে স্লামগড মিলিয়নেয়ারে তাঁর কো-স্টার দেব প্যাটেলের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন ফ্রিডা পিন্টো ৷ তবে 2014 সালে তাঁদের সম্পর্ক ভেঙে যায় ৷ অভিনেত্রী ঠিক করেন, তিনি আর দেবের সঙ্গে কাজ করবেন না ৷