কলকাতা : নেতাজির অন্তর্ধান রহস্যকে কেন্দ্র করে ছবি 'গুমনামি'। বিরোধিতা করেছিলেন অনেকেই । কিন্তু, সব বিতর্কের সঙ্গে মোকাবিলা করে, সেন্সর বোর্ডের থেকে ছাড়পত্র পেয়ে গতকাল মুক্তি পায় ছবিটি । ছবি দেখার পরই তা নিয়ে নিজেদের মতামত দেবেন বলে জানিয়েছিলেন ফরওয়ার্ড ব্লকের শীর্ষ নেতৃত্বরা । সেই মতোই আজ বিকেল সাড়ে ৪টে নাগাদ ফরওয়ার্ড ব্লক অফিসে একটি জরুরি বৈঠক ডাকেন তাঁরা ।
নেতাজি অন্তর্ধান রহস্যকে কেন্দ্র করে মুখার্জি কমিশনের উপর ভিত্তি করে ছবিটি তৈরি করেছেন পরিচালক সৃজিত মুখার্জি । এখানে নেতাজি সুভাষচন্দ্র বসু এবং গুমনামি বাবার চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় । সাংবাদিক চন্দ্রচূড়ের চরিত্রে অনির্বাণ ভট্টাচার্য । রয়েছেন তনুশ্রী চক্রবর্তীও ।