পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

বাংলায় প্রথম সায়েন্স ফিকশন ছবি 'জ়ম্বিস্তান' - rudranil

বায়োকেমিক্য়াল অস্ত্রের প্রভাবে জীবকূল বিপন্ন । এরকম পরিস্থিতিতে বেঁচে থাকার চেষ্টা করছেন কয়েকজন মানুষ । টলিউডে এই প্রথম সায়েন্স ফিকশন ছবি আনছেন পরিচালক অভিরূপ ঘোষ ।

জ়ম্বিস্তান

By

Published : Aug 16, 2019, 3:29 PM IST

কলকাতা : অভিরূপ ঘোষের পরিচালনায় এই প্রথম বাংলায় সায়েন্স ফিকশন ছবি দেখতে পাবে দর্শক । ছবির নাম 'জ়ম্বিস্তান' । ছবিতে অনেকদিন পর রুদ্রনীল ঘোষ ও তনুশ্রী চক্রবর্তীকে একসঙ্গে দেখা যাবে । এছাড়াও 'জ়ম্বিস্তান'-এ গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন রজতাভ দত্ত ।

ছবির গল্পে দর্শক দেখতে পাবেন, বায়োকেমিক্যাল অস্ত্রের প্রভাবে মানুষ জাতির অস্তিত্ব বিপন্ন । এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে সমগ্র জীবকূল ধ্বংসের হয়ে যাচ্ছে । সেই ভয়ংকর অবস্থার মধ্যেও কয়েকজন বাঁচার চেষ্টা করছেন । 'জ়ম্বিস্তান'-এ তনুশ্রী চক্রবর্তীর চরিত্রটির উপরই প্রভাব পড়ে না বায়োকেমিক্যালের । তিনি চেষ্টা করতে থাকেন বাকিদেরও বাঁচিয়ে রাখার । কয়েকজনকে বাঁচাতে গিয়ে তাঁর সঙ্গে দেখা হয় রজতাভ দত্ত এবং রুদ্রনীল ঘোষের । যাদের চরিত্রের মধ্যে নেগেটিভ শেড দেখা যায় ।

ভিডিয়োয় শুনুন রজতাভ দত্তর বক্তব্য

হলিউডে এই ধরনের গল্প নিয়ে অসংখ্য ছবি হলেও টলিউডে এই ধরনের ছবি এই প্রথম । 'জ়ম্বিস্তান' মুক্তির পরই জানা যাবে বাংলার দর্শক এই ধরনের সায়েন্স ফিকশন ছবিকে কতটা স্বাগত জানাচ্ছে ।

ABOUT THE AUTHOR

...view details