পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

প্রকাশ্যে 'মায়াকুমারী'-র চরিত্রদের ফার্স্ট লুক - bengali movie mayakumari

একসময় মায়াকুমারী সিনেমা জগতের অন্যতম নক্ষত্র ছিলেন । তাঁর সৌন্দর্য, তাঁর অভিনয়ে মুগ্ধ ছিলেন দর্শকরা । কিন্তু, সাফল্যের শীর্ষে থেকেও হঠাৎই তিনি হারিয়ে যান । আর তাঁকে ঘিরেই তৈরি হয় রহস্য । কেউই তাঁর হদিশ পায়নি ।

asd
asd

By

Published : Sep 11, 2020, 11:54 PM IST

কলকাতা : বাংলা ছবির 100 বছর পূর্তি উপলক্ষ্যে 'মায়াকুমারী' ছবিটি তৈরি করেছেন পরিচালক অরিন্দম শীল । প্রকাশ্যে এল ওই ছবির প্রতিটি চরিত্রের ফার্স্ট লুক ।

পরিচালকের চরিত্রে আবির

একসময় মায়াকুমারী সিনেমা জগতের অন্যতম নক্ষত্র ছিলেন । তাঁর সৌন্দর্য, তাঁর অভিনয়ে মুগ্ধ ছিলেন দর্শকরা । কিন্তু, সাফল্যের শীর্ষে থেকেও হঠাৎই তিনি হারিয়ে যান । আর তাঁকে ঘিরেই তৈরি হয় রহস্য । কেউই তাঁর হদিশ পায়নি ।

.
.

এই ঘটনা অবশ্য বহু বছর আগেকার । আর এমনই একজন মানুষকে নিয়ে ছবি তৈরির কথা চিন্তা করেন অরিন্দম । এটাকে একটা বায়োপিকই বলা যেতে পারে ।

.

ছবিতে দু'জন মায়াকুমারী । একজন, যাকে ঘিরে গল্প । অন্যজন ছবির ভিতরে ছবিতে মায়াকুমারী । বাংলা ছবির 100 বছর উপলক্ষ্যেই এই ছবিটি তৈরি করা হয়েছে ।

.

'মায়াকুমারী'-তে অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, আবীর চট্টোপাধ্যায়, রজতাভ দত্ত, অরুণিমা ঘোষ, সৌরসেনী মৈত্র, অম্বরিশ ভট্টাচার্য, অরিজিৎ দত্ত, ইন্দ্রাশিষ সহ আরও অনেকেই ।

.

এই ছবি প্রসঙ্গে ETV ভারতকে অরিন্দম বলেন, "এটা একটা মিউজ়িকাল ছবি । প্রায় এগারোটি গান আছে । অনেকজন তারকাকে নিয়ে কাজ করেছি । আর সিনেমার মধ্যে সিনেমা, এটা কে করেননি ? মৃণাল সেন থেকে শুরু করে বিশ্বের অনেক পরিচালকই এর উপর ভিত্তি করে ছবি তৈরি করেছেন । তাই একটু ভয় লাগছে ।"

ABOUT THE AUTHOR

...view details